WBJEEB Answer Key 2025

ডব্লিউবিজেইইবি-র তরফে একাধিক প্রবেশিকার ‘আনসার কি’ প্রকাশ, কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে?

একইসঙ্গে প্রকাশিত হয় পরীক্ষার্থীদের ‘ওএমআর শিট’-ও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৫:৪৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে নার্সিং, প্যারামেডিক্যাল এবং অ্যালায়েড সায়েন্স নিয়ে পড়ার জন্য রাজ্যস্তরে আয়োজন করা হয় জেলেট, জেকা, জেইএনপিএএস-এর মতো প্রবেশিকার। বৃহস্পতিবার প্রকাশ করা হয় প্রবেশিকাগুলির ‘আনসার কি’। একইসঙ্গে প্রকাশিত হয় পরীক্ষার্থীদের ‘ওএমআর শিট’-ও।

Advertisement

রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির জন্য জেকা (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর এমসিএ), জেইএনপিএএস (জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট) এবং জেলেট (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর ল্যাটারাল এন্ট্রি)-র আয়োজনের দায়িত্বে থাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)।

চলতি বছরের জেকা পরীক্ষাটি হবে আগামী ১৯ অক্টোবর। জিলেট এবং জেইএনপিএএস পরীক্ষা হয় ১৮ অক্টোবর। পরীক্ষার্থীরা ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইটে গিয়েই তাঁদের ‘আনসার কি’ দেখতে পাবেন। এর পর কোনও প্রশ্নের ‘আনসার কি’ নিয়ে আপত্তি থাকলে, তা জানানো যাবে ৭ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। এর পর ‘রিভিউ’-এর জন্য পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ জানাতে পারবেন। আপত্তি জানাতে হলে প্রতি প্রশ্ন পিছু তাঁদের ৫০০ টাকা জমা দিতে হবে। যা অনলাইনেই জমা দেওয়া যাবে। ‘আনসার কি’-এর পাশাপাশি ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ‘ওএমআর শিট’ও প্রকাশ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে তাঁদের ‘কোয়েশ্চেন বুকলেট নম্বর’ও। এ বিষয়ে পরীক্ষার্থীদের যে কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে হলে তাঁরা ই-মেল করতে পারবেন wbjeeb@gmail.com-এ।

কী ভাবে ‘আনসার কি’ দেখা যাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের ওয়েবসাইট wbjeeb.in -এ যেতে হবে।

২) এর পর যে পরীক্ষার ‘আনসার কি’ দেখতে চান, সেই লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজেদের লগ ইন আইডি দিয়ে সাবমিট করলেই এর পর স্ক্রিনে ‘আনসার কি’ দেখা যাবে।

৪) এই ‘আনসার কি’ তাঁরা ডাউনলোড করে নিজেদের কাছে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারবেন।

উল্লেখ্য, ডব্লিউবিজেইইবি-র তরফে রাজ্যের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও ফার্মাসি-র কোর্সে ভর্তির জন্য ল্যাটারাল এন্ট্রির জন্য আয়োজন করা হয় জেলেট-এর। জেকা-র আয়োজন করা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তর করার জন্য। অন্য দিকে, নার্সিং, প্যারামেডিক্যাল এবং অ্যালায়েড সায়েন্স-এর স্নাতকে ভর্তির জন্য জেইএনপিএএস প্রবেশিকার আয়োজন করা হয়।

Advertisement
আরও পড়ুন