Linguistic studies

দ্বাদশের পর উচ্চশিক্ষায় ভাষাবিজ্ঞান! কোথায় পড়া যায়, চাকরির সুযোগ মিলবে কেমন? রইল খুঁটিনাটি

লিঙ্গুইস্টিকস বা ভাষাবিজ্ঞান নিয়ে বহু পড়ুয়াই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়েন। এই বিষয় নিয়ে পড়ার পর চাকরির কী কী সুযোগ রয়েছে সে সব বিস্তারিত আলোচনা করা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬
ভাষাবিজ্ঞান নিয়ে পড়ার খুঁটিনাটি।

ভাষাবিজ্ঞান নিয়ে পড়ার খুঁটিনাটি। ছবি: এআই।

শুধু কারিগরি জ্ঞান নয়, সাহিত্য এবং তার পাশাপাশি ভাষা নিয়েও উচ্চশিক্ষার কদর রয়েছে সারা বিশ্বে। লিঙ্গুইস্টিকস বা ভাষাবিজ্ঞান নিয়ে বহু পড়ুয়াই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করে। তার পর গবেষণায় নিযু্ক্ত হন। কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা করলে খুলে যেতে পারে পেশাগত নানা দিক।

Advertisement

কোথায় কোথায় পড়ার সুযোগ মিলবে?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও স্নাতক স্তরে লিঙ্গুইস্টিক বিষয়ে ‘মাইনর পেপার’ নিয়ে পড়া যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ রয়েছে। রাজ্যের বাইরে দিল্লি বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে এই বিষয় নিয়ে পড়া যায়।

কোন যোগ্যতার প্রয়োজন?

যে কোনও বিষয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই এই বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের ডিরেক্টর অতনু সাহা জানিয়েছেন, যে কোনও বিষয়ের পাঠরতরাই পড়তে পারেন এই বিষয় নিয়ে। তবে বিজ্ঞান বিভাগে যদি পড়াশোনা থাকে তা হলে অগ্রাধিকার মেলে। কারণ, ভাষাবিজ্ঞান বিষয়ে ফোনেটিক্স, ফোনোলজি, সিন্ট্যাক্স-সহ গণিত নির্ভর আরও অনেক বিষয় পড়তে হয়, সে ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের বুঝতেও সুবিধে হয়।

কাজের সুযোগ কী কী?

অতনু জানিয়েছেন, লিঙ্গুইস্টিক পড়ার পর ন্যশানাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হয়ে অধ্যাপনার সুযোগ রয়েছে। এ ছাড়াও দেশের বাইরেও গবেষণা ভিত্তিক নানা কাজের সুযোগ পাওয়া যায়। বিভিন্ন পাবলিশিং সংস্থাতেও চাকরির সুযোগ মেলে। স্পিচ থেরাপিস্ট পদেও বহু সংস্থায় লিঙ্গুইস্টিক নিয়ে পড়া প্রার্থী নিয়োগ করা হয়।

Advertisement
আরও পড়ুন