WB Health Recruitment 2026

বিশেষ পদে কর্মী চাই, সুযোগ দেবে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১১:৫১
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মখালি। ওই প্রতিষ্ঠানে ফেসিলিটি ম্যানেজার পদে কর্মী প্রয়োজন। ওই পদে পাঁচ জনকে নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে।

Advertisement

সরকারি প্রতিষ্ঠানের ওয়ার্ড মাস্টার পদে অবসর গ্রহণ করেছেন, এমন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ পাবেন। তবে, ফেসিলিটি ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিরাও কাজের সুযোগ পেতে পারেন।

এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স ৬৫ বছরের কম হওয়া প্রয়োজন। কারণ ওই মেয়াদ ৬৫ বছর বয়স হওয়া পর্যন্ত বহাল রাখা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ১৪ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে ধার্য করা হয়েছে।

২০ জানুয়ারি ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের যোগ্যতা যাচাই করা হবে। ওই দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইন্টারভিউয়ে যোগদানের জন্য নাম নথিভুক্ত করতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে যাওয়া প্রয়োজন। প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের নথি নিয়ে আসতে হবে।

Advertisement
আরও পড়ুন