IPGMER Recruitment 2025

কলকাতার রাজ্য সরকারি প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ স্নাতকদেরও, কী ভাবে আবেদন করবেন?

নিযুক্তকে প্রতি মাসে ১৮,০০০ থেকে ২৩,৪০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৪:৪৬
ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা।

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। নিজস্ব চিত্র।

কলকাতার রাজ্য সরকারি প্রতিষ্ঠানে কর্মখালি। ওই প্রতিষ্ঠানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন। এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতার কার্ডিয়োলজি বিভাগের প্রকল্পে নিযুক্তকে প্রয়োজন। তাঁকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) অর্থপুষ্ট প্রকল্পে গবেষণার কাজ করতে হবে।

পাবলিক হেলথ, সোশ্যাল সায়েন্স, লাইফ সায়েন্সেস, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে চাকরির সুযোগ পাবেন। তাঁদের ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস এবং মনিটরিং সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

নিযুক্তকে ১৮,০০০ থেকে ২৩,৪০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। গবেষণার কাজ যতদিন চলবে, ততদিন নিযুক্তকে বহাল রাখা হবে। আগ্রহীদের আবেদনপত্রের সঙ্গেই শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র-সহ অন্য গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ নভেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আরও পড়ুন