Bratya Basu

‘চাকরিহারা’দের দাবি, সময় চাই আরও, সময়মতোই হবে নিয়োগ, সাফ বক্তব্য শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রীর আরও অভিযোগ, সুপ্রিম কোর্টের মামলায় বিভিন্ন ভাবে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৮:৩৪
The Education Minister said that the state government wants to complete the recruitment process within the stipulated time.

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার নির্ধারিত সময়েই নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক

‘যোগ্য’ শিক্ষকেরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আগে নতুন নিয়োগ নিয়ে কোনও পদক্ষেপ করতেই নারাজ। তার সঙ্গে তাঁরা এসএসসি-র জারি করা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মিছিলেরও ডাক দিয়েছেন। কিন্তু রাজ্য সরকার নির্ধারিত সময়েই নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায়। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাফ বক্তব্য, ‘‘পরীক্ষা যথাসময়ে নেওয়া হবে।’’

Advertisement

এসএসসি-র বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেই মামলায় রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘পরীক্ষা নিয়ে মামলা হয়েছে এবং তাতে রাজ্য জিতেছে। একাংশ পরীক্ষা নিয়ে কী করছেন, তা জানি না। তবে, অধিকাংশই এখন পরীক্ষা দিতে প্রস্তুত।’’

বৃহস্পতিবার রাজপথ দখল করতে চাইছে ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’। তাদের দাবি, এসএসসি-র জারি করা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি, দিল্লির দরবারে সর্বভারতীয় দলগুলির সমর্থন আদায় করতে চিঠি লিখেছেন শিক্ষকেরা।

‘চাকরিহারা’ শিক্ষক-শিক্ষিকাদের দাবি, রিভিউ পিটিশনের আগে তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনও জমা দেবেন না, পরীক্ষাও দেবেন না। সরকারকে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিতে হবে। একই সঙ্গে সরকারকে এও জানাতে হবে, কোন শিক্ষকেরা স্কুলে যাচ্ছেন। উল্লেখ্য, এসএসসি-র তরফে নতুন নিয়োগের আবেদন ১৪ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে।

Advertisement
আরও পড়ুন