Public Relations Officer Jobs 2025

ইয়ং প্রফেশনালরাও হতে পারেন জনসংযোগ আধিকারিক! শর্তাবলি প্রকাশ করল এনসিএসএম

নিযুক্তেরা প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। তাঁদের ঢেঙ্কানল এবং ভুবনেশ্বরের সায়েন্স সেন্টারে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৭:৫২
What qualifications are required to become a public relations officer?

জনসংযোগ আধিকারিক হতে চাইলে কোন যোগ্যতা থাকা প্রয়োজন ছবি: সংগৃহীত।

ইয়ং প্রফেশনাল হিসাবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামের (এনসিএসএম) অধীনে কাজ করার সুযোগ রয়েছে। ওই সংস্থার আঞ্চলিক সায়েন্স সেন্টারে কাজের জন্য জনসংযোগ আধিকারিক প্রয়োজন। সংশ্লিষ্ট পদে দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

উল্লিখিত পদে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন, জনসংযোগ কিংবা মিডিয়া সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, এ ক্ষেত্রে তাঁদের দুই থেকে চার বছর জনসংযোগ আধিকারিক হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

উল্লিখিত পদে নিযুক্তদের ঢেঙ্কানল এবং ভুবনেশ্বরের সায়েন্স সেন্টারে কাজ করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে নিযুক্তরা ৩৫ হাজার টাকা পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

প্রাথমিক পর্যায়ে মোট এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। ই-মেল মারফত আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। এই সংক্রান্ত শর্তাবলি এনসিএসএম-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ দিন ১ অগস্ট।

Advertisement
আরও পড়ুন