IISER Kolkata Recruitment

আইআইএসইআর কলকাতায় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, কোন বিভাগে কাজ করতে হবে?

নিযুক্তদের পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২১
Indian Institute of Science Education and Research, Kolkata.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ়ের গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২০,০০০ টাকা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ চলবে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

ন্যাচরাল, এগ্রিকালচারাল সায়েন্সেস, ভেটেরিনারি সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্য়ক্তিদের ওই পদে নিয়োগ করা হবে। তবে, বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বায়োরেমিডেশন নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদনকারীদের ইমেল মারফত সমস্ত নথি পাঠাতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১০ ফেব্রুয়ারি। তার আগেই আবেদন জমা দিতে হবে। সরাসরি আগ্রহীরা প্রতিষ্ঠানের নদিয়ার দফতরেও উপস্থিত থাকতে পারেন। কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, সেই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন