IOCL Recruitment 2026

৩৯৪ জন শিক্ষানবিশ খুঁজছে ইন্ডিয়ান অয়েল, কর্মস্থল কলকাতা, হলদিয়া-সহ অন্যত্র

নিযুক্তদের ১৯৬১ বা ১৯৭৩ সালের শিক্ষানবিশি আইন মেনে প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:৪৭
Indian Oil Corporation Limited

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন অঞ্চলে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। রয়েছে একাধিক শূন্যপদ। সংস্থার তরফে জানানো হয়েছে, নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, অসম, বিহার-সহ দেশের নানা রাজ্যে। সম্প্রতি এমন জানিয়ে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

সংস্থায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ প্রয়োজন। শূন্যপদের সংখ্যা ৩৯৪। তাঁরা সংস্থার বিভিন্ন টেকনিক্যাল বা নন-টেকনিক্যাল ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে কর্মীদের। রাজ্যে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে কলকাতা, আসানসোল, বজবজ, দুর্গাপুর, হলদিয়া, শিলিগুড়ি, কল্যাণী, মাদারিহাট, মৌরিগ্রাম এবং রাজগ্রামে। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর। তাঁদের ১৯৬১ বা ১৯৭৩ সালের শিক্ষানবিশি আইন মেনে প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, ট্রেডের ভিত্তিতে প্রার্থীদের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, স্নাতক যোগ্যতা বা আইটিআই উত্তীর্ণ হওয়ার শংসাপত্র থাকতে হবে।

চাকরিপ্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত-নথি আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পর মেধার ভিত্তিতে যোগ্যদের বেছে নেওয়া হবে। যোগ্যতার শর্তাবলি সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন