প্রতীকী চিত্র।
রাষ্ট্রায়ত্ত সংস্থা আইটিআই লিমিটেড-এ দু’শোর বেশি সংখ্যক কর্মী করা হবে। সংস্থার নানা বিভাগে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তবে এখনও আবেদন প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
সংস্থায় ইয়ং প্রফেশনাল-গ্র্যাজুয়েট, ইয়ং প্রফেশনাল-টেকনিশিয়ান এবং ইয়ং প্রফেশনাল-অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২১৫। তাঁদের সংস্থার প্রজেক্টস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ল্যাব অ্যান্ড প্রোডাকশন, মার্কেটিং, এইচআর, ফিন্যান্স, মার্কেটিং-সহ অন্য বিভাগে কাজের দায়িত্ব পালন করতে হবে। প্রাথমিক ভাবে সংস্থায় এক বছর কাজের সুযোগ মিলবে। এর পর বিশেষ শর্তে আর এক বছর বাড়ানো হতে পারে কাজের মেয়াদ। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, তেজপুর নয়া দিল্লি, যোধপুর, জলন্ধর-সহ দেশের অন্য শহরে।
প্রতি বিভাগে কাজের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, মূল বিজ্ঞপ্তিতে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোন বিভাগে, কোন পদে নিয়োগ হচ্ছে, তার ভিত্তিতে নিযুক্তদের মাসে ৩০,০০০ টাকা থেকে সর্বাধিক ৬০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১২ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক ভাবে প্রার্থী বাছাই করা হবে। পরবর্তী ধাপে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বেছে নেওয়া হবে।