KNU Recruitment 2025

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, কোন বিষয় পড়াতে হবে নিযুক্তদের?

নিযুক্তদের অনলাইনে ক্লাস নেওয়ার পাশাপাশি পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণও দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৫:১৩
KNU

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, একটি বিশেষ কোর্স পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ‘জিএসটি রিটার্ন ফাইলিং’ নামক ভ্যালু অ্যাডেড কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। পড়ার জন্য আবেদন করতে পারবেন দ্বাদশ উত্তীর্ণ যে কোনও ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ে এই কোর্স পড়ানোর জন্য নিয়োগ করা হবে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক। তাঁদের অনলাইনে বিষয় সংক্রান্ত ক্লাস নেওয়ার পাশাপাশি পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণও দিতে হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি।

সংশ্লিষ্ট পদের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে শিক্ষকদের। আবেদন করতে পারবেন ফ্রেশার এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা। তাঁদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ক্লাস পিছু পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনকারীদের বাণিজ্যে স্নাতকোত্তর হতে হবে বা সিএ/ সিএমএ যোগ্যতাসম্পন্ন হতে হবে। জানতে হবে জিএসটি ফাইল রিটার্ন সংক্রান্ত সমস্ত তথ্য।

আগ্রহীদের এ জন্য জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৭ জুলাই আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার নিরিখে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।

Advertisement
আরও পড়ুন