এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ছবি: সংগৃহীত।
দেশের আর্থিক অপরাধ সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য গড়ে তোলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কোনও ব্যক্তি বা সংস্থা আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত কিনা, তার উপরও নজরদারি করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক অধীনস্থ এই গোয়েন্দা সংস্থা।
ইডি আধিকারিক পদে নিযুক্তদের কাজ কী?
ইডি আধিকারিকদের মূল কাজ হল বড় মাপের আর্থিক কেলেঙ্কারি, অর্থ পাচার, বেআইনি সম্পত্তি, অনৈতিক ভাবে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিষয়ের তদন্ত করা।
এ জন্য তাঁদের তল্লাশি চালাতে হয়। প্রয়োজনে আর্থিক অনিয়মে যুক্ত ব্যক্তি বা সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালানো তাঁদের দায়িত্ব।
কোন কোন পদে নিয়োগ?
প্রাথমিক পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার (এইও) এবং উচ্চপদে এনফোর্সমেন্ট অফিসার (ইও) নিয়োগ করা হয়।
স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট আধিকারিক পদে কর্মী নিয়োগ করা হয়। টায়ার ১ এবং টায়ার ২— দু’টি স্তরে পরীক্ষার আয়োজন করা হয়। এর পর নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা:
গ্রুপ বি গেজেটেড আধিকারিক হিসাবে কাজ করেন এইও। এ জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হলেই নিয়োগ পরীক্ষায় আবেদন জানানো যায়। বয়স হতে হয় ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনকাঠামো:
নিয়োগের পর কর্মীদের বেতন হতে পারে মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা। এ ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হয়।
অন্য দিকে এনফোর্সমেন্ট আধিকারিক (ইও) গ্রুপ এ গেজেটেড আধিকারিক পদ। এই পদে সাধারণত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। আইপিএস বা আইআরএস আধিকারিকদের ডেপুটেশনের মাধ্যমে এই পদে নিয়োগ করা হয়। আবার, অন্য সরকারি সংস্থা থেকে আধিকারিকদের ডেপুটেশনের মাধ্যমেও ইও পদে নিয়োগ করা হয়। তাঁদের বেতন কাঠামো হবে সপ্তম বেতন কমিশনের দশম বেতনকাঠামো অনুযায়ী।