প্রতীকী ছবি।
মুর্শিদাবাদ জেলার প্রশাসনে কাজের সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার ওয়েবসাইটে।
ক্লার্ক পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শুরুতে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুসারে এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ ৯টি। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি, প্রার্থীর বয়স ৬৪ বছরের নীচে হতে হবে। প্রার্থীদের শারীরিক ভাবে সুস্থ থাকা প্রয়োজনীয়। ক্ল্যারিক্যাল কাজে অভিজ্ঞতা থাকা চাই। বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ৫ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।