RRB JE Recruitment 2025

টিকিট সুপারভাইজার, ক্লার্ক-সহ বিভিন্ন বিভাগে কর্মী চাই! আবেদনের সময়সীমা বৃদ্ধি করল রেল

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বিভিন্ন বিভাগে ইঞ্জিনিয়ার এবং অন্য শাখায় স্নাতকদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে আবেদনের সময়সীমার পাশাপাশি শূন্যপদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৫:৫৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেলের বিভিন্ন বিভাগের চাকরির জন্য আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ার এবং অন্য শাখায় স্নাতকেরা। সম্প্রতি জুনিয়র ইঞ্জিনিয়ার, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি-র (এনটিপিসি) বিভিন্ন পদে নিয়োগের জন্য শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। সেই সমস্ত বিভাগে আবেদনের জন্য সমসসীমা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, বেড়েছে শূন্যপদের সংখ্যাও।

Advertisement

জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিভাগে মোট শূন্যপদের সংখ্যা ২,৫৬৯ থেকে ২,৫৮৮ করা হয়েছে। প্রথমে ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু রাখা হলেও আবেদনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি, এনটিপিসি-র টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। ২৭ নভেম্বর পর্যন্ত আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। ওই বিভাগে মোট শূন্যপদ রয়েছে ৫,৮১০টি।

স্নাতকেরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে পারবেন। কম্পিউটার বেসড টেস্ট-এর (সিবিটি) মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, এনটিপিসি-র জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেশন মাস্টার পদের জন্য আলাদা করে অ্যাপটিটিউড বা স্কিল টেস্ট দিতে হবে।

Advertisement
আরও পড়ুন