ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।
একাধিক শূন্যপদে চাকরির সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্কে বিভিন্ন গ্রেডে অফিসার নিয়োগ করা হবে। প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু ২০ ডিসেম্বর থেকে।
ব্যাঙ্কে ক্রেডিট অফিসার নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫১৪। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ২, মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ৩ এবং সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ৪ পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে ১,০২,৩০০-১,২০,৯৪০ টাকা।
আবেদনকারীদের বয়স ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন জানাতে পারবেন সমস্ত পদে। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে।