প্রতীকী চিত্র।
অবসরপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ পূর্ব বর্ধমান জেলায়। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, জেলার হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য ফেব্রুয়ারি মাসেই ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।
জেলার কালনা এসডি হাসপাতালে অবসরপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার (পূর্বতন ওয়ার্ড মাস্টার) পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের কাজের চুক্তির মেয়াদ থাকবে এক বছর। পারিশ্রমিক মাসে ১৪,০০০ টাকা।
ফেসিলিটি ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। প্রয়োজন শারীরিক সক্ষমতাও। সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে বা প্রার্থীদের বয়স কম হলে, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর ২টো নাগাদ হাসপাতালে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।