RBI Job vacancy 2026

দেশজুড়ে ৫৭২ জনকে খুঁজছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আবেদন করবেন কী ভাবে?

কলকাতায় এই পদে ৯০ জন নিযুক্ত হবেন। দেশের বাকি রাজ্য থেকেও কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৫৭২টি। প্রতি মাসে ৪৬,০২৯ টাকা বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৬:২৫
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। একাধিক আসনে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে দেশজুড়ে।

Advertisement

অফিস অ্যাটেন্ড্যান্ট পদে নিয়োগ করা হবে। কলকাতায় এই পদে ৯০ জন নিয়োগ হবেন। দেশের বাকি রাজ্য থেকেও কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৫৭২টি। প্রতি মাসে ৪৬,০২৯ টাকা বেতন দেওয়া হবে। ভারত, নেপাল ও ভুটানের নাগরিকেরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন