RRB NTPC Graduate Level Recruitment 2026

ভারতীয় রেলের তরফে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা ঘোষণা, কোন পদে কাজের সুযোগ?

দেশের বিভিন্ন অঞ্চলের প্রোডাকশন ইউনিটে নিয়োগ করা হবে কর্মীদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ভারতীয় রেলে চাকরির সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)-এর তরফে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি স্নাতক স্তরের বিভিন্ন পদে নিয়োগ (এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল) করা হবে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রোডাকশন ইউনিটে নিয়োগ করা হবে কর্মীদের। চাকরিপ্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

চলতি বছরে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে ৫,৮১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সংরক্ষিতদের ২,৩২১, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়াদের ৬০২, অনগ্রসর শ্রেণিভুক্তদের ১,৫০৮, তফসিলি জাতিভুক্তদের ৯২২ এবং তফফিলি উপজাতিভুক্তদের ৪৫৭ শূন্যপদে কাজের সুযোগ দেওয়া হবে।

নিযুক্তেরা রেলে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইসর, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কাজের সুযোগ পাবেন।

আবেদনকারীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের www.rrbapply.gov.in -এ গিয়ে নিজেদের আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। তবে আবেদন জানানোর দিনক্ষণ বা নিয়োগ পরীক্ষার দিন এখনও ঘোষণা করা হয়নি।

Advertisement
আরও পড়ুন