সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের গবেষণার প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের পুরুলিয়া, মেদিনীপুর এবং কলকাতার বিভিন্ন এলাকায় গিয়ে গবেষণার কাজ চলবে। শূন্যপদ চারটি।
সংশ্লিষ্ট প্রকল্পে মনোবিদ্যা, নৃতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে নিয়োগ করা হবে। তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। সদ্যোজাত শিশুদের স্নায়ু বিকাশ সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
উল্লিখিত পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রকল্পে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) আর্থিক অনুদান দিয়েছে। নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩০,৮০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ে যোগদানের সুযোগ পাবেন। তাঁদের ২৮ জানুয়ারি সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ওই দিন তাঁদের জীবনপঞ্জি, কর্মজীবনের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সঙ্গে রাখা প্রয়োজন।