SSC CGL 2025

১৪,৫৮২ পদে কর্মী নিয়োগ, স্নাতকদের জন্য চাকরির সুযোগ! বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

১৮ থেকে ৩২ বছর বয়সি প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন দেওয়ার সুযোগ পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১২:৩৮
SSC CGL 2025.

কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সিউরি-সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক শহরে পরীক্ষা হবে। ছবি: সংগৃহীত।

ইন্টালিজেন্স ব্যুরো কিংবা রেল মন্ত্রকে চাকরির সুযোগ দিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। গ্রুপ বি এবং গ্রুপ সি বিভাগের ১৪,৫৮২ পদে কর্মী প্রয়োজন। বিভিন্ন বিষয়ে স্নাতকদের উল্লিখিত পদে নিয়োগ করা হবে।

Advertisement

যোগ্যতা যাচাইয়ের পদ্ধতি

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজ়ামিনেশন (সিজিএল) ২০২৫-এর মাধ্যমে স্নাতকদের যোগ্যতা যাচাই করা হবে। গণিত, রাশিবিজ্ঞান থেকে শুরু করে কলা এবং বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরা এই পরীক্ষাটি দিতে পারবেন।

মোট ৩৭টি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। নীচে পদের তালিকা দেওয়া হল—

গ্রুপ বি

অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইনস্পেক্টর, ইনস্পেক্টর, সেকশন হেড, এগজ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র ইন্টালিজেন্ট অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, অফিস সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

গ্রুপ সি

অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট / আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা:

  • গ্রুপ বি পদে ১৮ থেকে ৩২ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
  • গ্রুপ সি পদে ১৮ থেকে ২৭ বছর বয়সিদের নিয়োগ করা হবে।

আবেদনের শর্তাবলি:

  • আগ্রহীরা এসএসসি-র ওয়েবসাইট (ssc.gov.in) কিংবা মাইএসএসসি মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে পরীক্ষায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
  • আবেদনের জন্য তাঁদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে।
  • আবেদনমূল্য হিসাবে ১০০ টাকা ধার্য করা হয়েছে।
  • আবেদনের জন্য পোর্টাল খোলা থাকবে ৪ জুলাই পর্যন্ত।
  • তথ্য সংশোধনের জন্য ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

পরীক্ষা কবে এবং কোথায়?

  • কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
  • টায়ার ১-এর পরীক্ষা ১৩ অগস্ট থেকে ৩০ অগস্ট পর্যন্ত চলবে।
  • চলতি বছরের ডিসেম্বর মাসে টায়ার ২-এর পরীক্ষা হতে চলেছে। পরে নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
  • কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, সিউরি-সহ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক শহরে পরীক্ষা দিতে পারবেন।
Advertisement
আরও পড়ুন