Pori Moni Sariful Razz

পরীমণির সঙ্গে বিচ্ছেদ হয়েছে, সন্তানের সঙ্গেও সম্পর্ক নেই, এখন কী করেন শরিফুল রাজ?

কারাবাস থেকে একাধিক সম্পর্কে ভাঙন— সব সইতে হয়েছে পরীমণিকে। শরিফুল রাজের সঙ্গে নায়িকার বিচ্ছেদের পর্ব এখনও দর্শকের স্মৃতিতে টাটকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ২০:৫২
After separation with PoriMoni How is Bangladeshi actor Shariful Raaz

পরীমণি এবং শরিফুল রাজ। ছবি: সংগৃহীত।

অনেক দিন হল বিচ্ছেদ হয়েছে পরীমণি এবং শরিফুল রাজের। দুই ছেলেমেয়েকে নিয়ে নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছেন পরীমণি। কিন্তু তাঁর প্রাক্তন স্বামী এখন কী করছেন? নিজের সন্তানের সঙ্গেও তাঁর কোনও যোগাযোগ নেই। এখন কী ভাবে দিন কাটাচ্ছেন অভিনেতা? ইদের সময় মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিন এবং শরিফুল অভিনীত ছবি ‘ইনসাফ’। এই ছবিতে তাঁর লুকও বেশ আলোচিত হয়েছে। সম্প্রতি সাক্ষাৎকারে তাঁকে পরীমণি এবং ব্যক্তিগত জীবনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, নিজের কাজে মন দিতে চান। ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটাছেঁড়া হয়ে গিয়েছে। আর তিনি সেই দিক নিয়ে বেশি নাড়াঘাঁটা করতে চান না। আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত শরিফুল।

Advertisement

বিচ্ছেদের পর অভিনেত্রী তাঁর প্রাক্তন স্বামীর বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি নন। তিনি নিজের ছেলে এবং মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে চান। সম্প্রতি তাঁর ইদ উদ্‌যাপনের ছবিও প্রকাশ্যে এসেছিল। সেখানে ছেলেমেয়েকে নিয়ে ইদের আনন্দে মশগুল ছিলেন অভিনেত্রী। সেই সময় এক বিপত্তিও ঘটে। কী ঘটেছে? পরীর বাড়ি বহুমূল্য জিনিস দিয়ে সাজানো। নিজেই সেই সব পছন্দ করে কিনে এনে বাড়ি সাজিয়েছেন। সেখান থেকে কী চুরি করলেন তিনি? নিজের বাড়ি থেকে কেনই বা চুরি করার প্রয়োজন পড়ল তাঁর! তা-ও আবার বিশেষ দিনে। সেই চুরির ভিডিয়ো তিনি নিজে তুলেছেন। সেটি আবার তাঁর সমাজমাধ্যম থেকেই ভাইরাল। যদিও সেই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার ডট কম খতিয়ে দেখেনি।

Advertisement
আরও পড়ুন