Alia Bhatt

আলিয়াকে রাহার সঙ্গে দেখে কেন মা হিসেবে অপরাধবোধে ভুগতে শুরু করেন সোনি রাজদান?

নাতনি রাহাকে মানুষ করার রকমসকম দেখে অপরাধবোধে ভুগছেন দিদিমা সোনি রাজদান!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৯:০৬
মেয়ে আলিয়াকে দেখে কেন অপরাধবোধে ভুগছেন সোনি?

মেয়ে আলিয়াকে দেখে কেন অপরাধবোধে ভুগছেন সোনি? ছবি: সংগৃহীত।

২০২২ সালে মা হয়েছেন আলিয়া ভট্ট। মেয়ে রাহা কপূর ইতিমধ্যেই বাবা-মায়ের মতো খ্যাতনামী হয়ে উঠেছে। মা হিসাবে মেয়েকে যেমন সময় দেন, ততটাই আগলে রাখেন আলিয়া। রাতে গল্পের বই পড়ে ঘুম পাড়ান। শত ব্যস্ততার মধ্যে মেয়েকে খাওয়ানো তাঁর দায়িত্ব। বাবা হিসেবে রণবীরের ভূমিকাও প্রশংসনীয় বলেই জানান মহেশ-কন্যা। যদিও মেয়ে আলিয়ার নাতনিকে মানুষ করার রকমসকম দেখে অপরাধবোধে ভুগছেন দিদিমা সোনি রাজদান।

Advertisement

আসলে ছোট থেকেই টিভি দেখতে ভালবাসতেন আলিয়া। দিনে একটা লম্বা সময় টিভি দেখেই কাটাতেন। মা হিসাবে কখনও বাধা দেননি সোনিও। কিন্তু নিজে মা হওয়ার পর আলিয়া তার মেয়েকে টিভি দেখা কিংবা ফোন ঘাঁটা থেকে বিরত রাখেন। রাহাকে নাকি আইপ্যাডও ছুঁতে দেন না। নাতনিকে এই ভাবে মানুষ করতে দেখে নিজে যে মা হিসাবে ভুল করেছেন সেই উপলব্ধি বার বার হয়েছে সোনির। যদিও আলিয়া মাকে আশ্বস্ত করে বলেন, “আসলে যুগের নিয়ম অনুযায়ী সব বদলে যায়। আমাদের সময় টিভি দেখাটা স্বাভাবিক ছিল। আর আমার মা কখনও বাধা না দেওয়ায় আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়েও রয়েছে।’’

Advertisement
আরও পড়ুন