Arjun Rampal

ছ’বছরের একত্রবাসের মধ্যে বাগ্‌দান! প্রেমিকা গ্যাব্রিয়েলাকে কবে বিয়ে করছেন অর্জুন রামপাল?

রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত ছিলেন অর্জুন ও তাঁর প্রেমিকা। সেখানেই সম্পর্কের নানা সমীকরণ নিয়ে কথা বলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩০
অর্জুন ও গ্যাব্রিয়েলা কবে বিয়ে করছেন?

অর্জুন ও গ্যাব্রিয়েলা কবে বিয়ে করছেন? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। সাফল্যের মধ্যেই এ বার সম্পর্কের জল্পনা খোলসা করলেন অভিনেতা। ছ’বছর ধরে পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন। বিয়ে বা বাগ্‌দান নিয়ে অবশেষে মুখ খুললেন তাঁরা।

Advertisement

রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত ছিলেন অর্জুন ও তাঁর প্রেমিকা। সেখানেই সম্পর্কের নানা সমীকরণ নিয়ে কথা বলেন তাঁরা। বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, “আমরা এখনও বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে?” সঙ্গে সঙ্গে অর্জুন রিয়াকে বলেন, “আমাদের বাগ্‌দান হয়ে গিয়েছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।”

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে মডেল মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন। ১৯৯৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত তাঁরা বিবাহিত ছিলেন। তাঁদের দুই সন্তানও রয়েছে— মাহিকা রামপাল ও মাইরা রামপাল। ২০১৯ থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের সম্পর্ক। তাঁদেরও দুই সন্তান রয়েছে— অরিক ও অরিভ।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিতে আইএসআই আধিকারিকের চরিত্রে ‘দানবিক অত্যাচার’ করতে দেখা যায় অর্জুনকে। শোনা যাচ্ছে, এই ছবির দ্বিতীয় পর্বে নাকি আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে তাঁকে। এর আগেও নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ২০০৭ সালে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’। শাহরুখ খানের বিপরীতে সেই ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন দীপিকা পাড়ুকোন। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যায় অর্জুনকে। অভিনেতার নেতিবাচক চরিত্রের কথা বললে বাদ দেওয়া যায় না ‘রা ওয়ান’কে। গোটা ছবি জুড়ে নায়কের সঙ্গে সমানে টক্কর দিয়েছেন তিনি, কখনও হয়তো খানিক এগিয়েও থেকেছেন।

Advertisement
আরও পড়ুন