Rapper Badshah And His Car

‘ঝোঁকের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম, মুহূর্তে উত্তেজনা কমে গেল’! কার প্রতি মোহ ঘুচল বাদশার?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পঞ্জাবি র‌্যাপার। জানিয়েছেন, হঠকারী সিদ্ধান্তের কারণে এখন আফসোস হচ্ছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৩:২৬
আবার কী কাণ্ড ঘটালেন বাদশা?

আবার কী কাণ্ড ঘটালেন বাদশা? ছবি: ফেসবুক।

হাত কামড়াচ্ছেন পঞ্জাবি র‌্যাপার বাদশা। ঝোঁকের মাথায় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এখন আফসোসের একশেষ! একান্ত সাক্ষাৎকারে তাঁর দাবি, “নিমেষে উত্তেজনা কমে গেল!”

Advertisement

বাদশার বক্তব্য নতুন করে তাঁকে খবরের শিরোনামে নিয়ে এসেছে। কার প্রতি আকর্ষণ হারালেন গায়ক?

খবর, গত বছর তিনি ১২.৪৫ কোটি টাকা মূল্যের গাড়ি কিনে শিরোনামে এসেছিলেন। বহুমূল্য গাড়িটি হাতেগোনা কয়েক জনের কাছেই রয়েছে। তালিকায় মুকেশ অম্বানী, শাহরুখ খান, অজয় দেবগনের মতো খ্যাতনামী। সেই তালিকায় নাম ওঠায় স্বাভাবিক ভাবেই বাদশাকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। এক বছর পরে গায়কের উপলব্ধি, “অত দামের গাড়ি কেনা হঠকারী সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। মিনিট পনেরোর মধ্যে দেখলাম, গাড়ি কেনার উত্তেজনা থিতিয়ে গেল!” গায়কের মতে, নিছক উত্তেজনার বশেই তিনি কাণ্ডটি ঘটিয়ে ফেলেছিলেন। কেনাকাটার পরে খুবই আফসোস হয়েছে তাঁর। মনে হয়েছে, নিছক দামি জিনিস কেনার লোভেই কাজটি করে ফেলেছিলেন।

সাক্ষাৎকারে বাদশা আরও জানান, বরাবর দামি এবং সেরা জিনিসের প্রতি ঝোঁক তাঁর। গাড়ি থেকে প্রযুক্তি কিংবা বাড়ি— তিনি সব সময়ে ‘সেরা’টাই পেতে চান। এই বাসনা তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। নিজেকে সামালাতে পারেন না। তার পরেও কোনও জিনিস কেনার আগে গায়ক সেই জিনিসের দামের ‘ট্যাগ’ দেখেন। “আগে দামটা দেখি। তার পরে কিনব কি না, ঠিক করি।”

Advertisement
আরও পড়ুন