Aamir Khan on his ex-wives

‘এই দুই মহিলাই আমার জীবনে...’, দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণকে নিয়ে কী বলেন আমির?

২০০২ সালে রিনার সঙ্গে বিচ্ছেদ। তার ঠিক তিন বছর পরে অর্থাৎ ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সম্পর্কেও দীর্ঘ দিন থাকার পরে অবশেষে ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন আমির ও কিরণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৩:৫৩
Bollywood actor Aamir Khan talked about his ex-wives Kiran Rao and Rina Dutt

প্রাক্তন স্ত্রীদের নিয়ে কী বলেছেন আমির। ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই কথা বলেন আমির খান। বিচ্ছেদ হলেও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। একটা সময়ে রিনার কাছে নিজের প্রেম প্রমাণ করতে রক্ত দিয়ে চিঠি পর্যন্ত লিখেছিলেন। তার পর এক দিন দীর্ঘ ১৬ বছর দাম্পত্যে ইতিও টানেন তাঁরা।

Advertisement

২০০২ সালে রিনার সঙ্গে বিচ্ছেদ। তার ঠিক তিন বছর পরে অর্থাৎ ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সম্পর্কও দীর্ঘ দিন পর ২০২১ সালে বিচ্ছিন্ন হয়। কিন্তু আমির তাঁর দুই প্রাক্তনের প্রতিই শ্রদ্ধা রাখেন বলে দাবি করেন। এক সাক্ষাৎকারে আমির বলেছেন, “আমি আর রিনা একসঙ্গে ১৬ বছর ছিলাম। আমরা কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এই মানুষগুলোর সঙ্গেই। রিনা ও কিরণের কথা বলছি— ওরা অসাধারণ। ওদের সঙ্গেই আমি জীবনটা কাটিয়েছি। ওরা আমাকে অনেক কিছু দিয়েছে।”

বিচ্ছেদের পরে প্রত্যেকেই যে যার মতো করে জীবনে এগিয়ে গিয়েছেন। কিন্তু পরস্পরের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা রয়ে গিয়েছে। আমিরের কথায়, “আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয়, আমরা পরস্পরকে ভালবাসব না বা শ্রদ্ধা করব না। আমরা নিজেদের মতো করে এগিয়ে গেলেও, কিরণ ও রিনা দু’জনকেই আমি খুব শ্রদ্ধা করি।” রিনা ও কিরণের পরিবারকেও তিনি শ্রদ্ধা করেন বলে জানান। রিনার বাবা-মায়ের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রেখেছিলেন আমির।

বর্তমানে ‘সিতারে জ়মিন পর’ ছবি নিয়ে ব্যস্ত আমির। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২২-এর ছবি ‘লাল সিংহ চড্ডা’-তে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন করিনা কপূর খান।

Advertisement
আরও পড়ুন