Kajol on Deb Mukherjee

পুজোমণ্ডপে কাকার সঙ্গে ছবি ঘিরে বিতর্ক! দেব মুখোপাধ্যায়ের স্মৃতিতে কী লিখলেন কাজল?

দেব মুখোপাধ্যায় সম্পর্কে কাজলের কাকা। তবে কাজলের সঙ্গে তাঁর কিছু ভিডিয়ো ঘিরে একটা সময় বিতর্কও তৈরি হয়েছিল নেটপাড়ায়। নিন্দকদের দাবি ছিল, দেব মুখোপাধ্যায় সব মহিলাদেরই অতিরিক্ত স্পর্শ করে কথা বলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৯:৪৫
Bollywood actress Kajol writes a heartfelt note for Deb Mukherjee

কাকার স্মৃতিচারণে কাজল। ছবি: সংগৃহীত।

রানি মুখোপাধ্যায় ও কাজলের দুর্গাপুজোয় মধ্যমণি হয়ে থাকতেন দেব মুখোপাধ্যায়। শুক্রবার প্রয়াত হয়েছেন তিনি। মুখোপাধ্যায় বাড়ির পুজোয় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাঁকে। কাজল ও রানির ছায়াসঙ্গী হয়ে থাকতেন দেব। কাজলের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

Advertisement

মৃত্যুকালে দেবের বয়স হয়েছিল ৮৩। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার তাঁর স্মৃতিতে ডুব দিলেন কাজল। সমাজমাধ্যমের আবেগঘন পোস্টে তিনি লিখলেন, “প্রত্যেক দুর্গাপুজোয় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সকলকেই দেখতে সুন্দর লাগে। ওঁকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতি দিন তোমাকে আমাদের মনে পড়বে।”

দেব মুখোপাধ্যায় সম্পর্কে কাজলের কাকা। তবে কাজলের সঙ্গে তাঁর কিছু ভিডিয়ো ঘিরে একটা সময় বিতর্কও তৈরি হয়েছিল নেটপাড়ায়। নিন্দকদের দাবি ছিল, দেব মুখোপাধ্যায় সব মহিলাদেরই অতিরিক্ত স্পর্শ করে কথা বলেন। তবে এই সবে কখনও কান দেননি কাজল বা রানি কেউই। শনিবার সকালেই কাকার স্মৃতিতে কাজল লেখেন, “কাউকে খুব ভালবাসলে পুরস্কার হিসাবে আমরা শোক পাই। এই শোক কখনওই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।”

দেবের শেষকৃত্যে উপস্থিত ছিলেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, হৃতিক রোশন, সেলিম খান, কর্ণ জোহর, অনিল কপূর, ললিত পণ্ডিত, কিরণ রাও, জয়া বচ্চন-সহ বলিউডের আরও অনেকেই।

Advertisement
আরও পড়ুন