Shahid Kapoor and Kareena Kapoor

মুখ দেখাদেখি প্রায় বন্ধ ছিল, সেখান থেকে আলিঙ্গন! গল্পে মাতলেন প্রাক্তন যুগল করিনা-শাহিদ

শুধু কথাই নয়। বহু বছর পরে মুখোমুখি হয়ে পরস্পরকে আলিঙ্গন করেন শাহিদ ও করিনা। এই দৃশ্য অনুরাগীদের কাছে খুবই বিরল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৬:৪০
Kareena Kapoor and Shahid Kapoor bumped into each other and shared some word with each other

করিনা ও শাহিদ ফের মুখোমুখি। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন বাক্যালাপ নেই। এক সময় সম্পর্কে থাকলেও, বিচ্ছেদের পরে তাঁদের মধ্যে বিন্দুমাত্র বন্ধুত্ব ছিল না। কিন্তু তার পরে কেটে গিয়েছে অনেকগুলি বছর। যে যার জীবনে নিজের মতো এগিয়ে গিয়েছেন। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে হঠাৎ দেখা প্রাক্তন জুটি করিনা কপূর খান ও শাহিদ কপূরের। শনিবার জয়পুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কথাও বলতে দেখা যায়।

Advertisement

শুধু কথাই নয়। বহু বছর পরে মুখোমুখি হয়ে পরস্পরকে আলিঙ্গনও করেন শাহিদ ও করিনা। এই দৃশ্য অনুরাগীদের কাছে খুবই বিরল। এত দিন কোনও অনুষ্ঠানে মুখোমুখি হলেও পরস্পরকে এড়িয়েই গিয়েছেন তাঁরা। দেখেও না দেখার ভান করে সরে গিয়েছেন। কিন্তু অবশেষে যবনিকা পতন। পরস্পর বহু ক্ষণ কথা বললেন তাঁরা। সেই মুহূর্তের ভিডিয়োগুলি সমাজমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে।

শাহিদ ও করিনা, ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা স্পষ্ট নয় ঠিকই। কিন্তু দু’জনের কথা বলার ভাবভঙ্গি দেখে অনুরাগীদের অনুমান, হয়তো এক সময়ে একসঙ্গে কাজ করার স্মৃতি রোমন্থন করছেন দু’জনে। আবার কেউ মনে করছেন, বর্তমানে নিজেদের সন্তানদের নিয়ে কথা বলছেন তাঁরা।

এক জায়গায় দেখা যায়, বেবো তাঁর চেনা ভঙ্গিতেই হেসে হেসে কথা বলছেন। চোখে চোখ রেখে শুনছেন শাহিদ। অনুরাগীদের এই দেখে মতামত, জোর করেই স্বাভাবিক ভাবে কথা বলার চেষ্টা করছেন তাঁরা। আসলে পুরনো কথা কেউই ভোলেননি। ক্যামেরা রয়েছে বলে, পরস্পরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন মাত্র। তবে এই জুটিকে ফের এক পর্দায় দেখতে উদ্‌গ্রীব তাঁরা। ‘জব উই মেট’ ছবিতে জুটি বেঁধেছিলেন করিনা ও শাহিদ। তাঁদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। তাই ‘আদিত্য’ ও ‘গীত’কে একসঙ্গে দেখতে চান তাঁরা।

Advertisement
আরও পড়ুন