Abhishek Bachchan

বৌ না কি মা, কাকে বেশি ভয় পান অভিষেক? শ্বেতার উত্তর শুনে চটে গিয়েছিলেন জুনিয়র বচ্চন!

শোনা গিয়েছে, শাশু়ড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বর্যার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে। আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বর্যা বেশি করে কাজ করতে পারেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:৪৫
Once Shweta Bachchan revealed who is Abhishek Bachchan scared of

কাকে ভয় পান অভিষেক? ফাঁস করলেন শ্বেতা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৌকে কি খুব ভয় পান অভিষেক বচ্চন? বচ্চনবাড়ি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। গত বছরই হঠাৎ ছড়িয়ে পড়ে অভিষেক ও ঐশ্বর্যার রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর। তবে সেই খবর যে স্রেফ গুজব, তা দম্পতিই প্রমাণ করে দিয়েছেন। আবার কখনও শোনা গিয়েছে, শাশু়ড়ি ও ননদের সঙ্গে নাকি একেবারেই বনিবনা নেই ঐশ্বর্যার। তাই নাকি সংসারে গোলযোগ লেগেই থাকে। আবার অনেকের দাবি, অভিষেকের জন্যই নাকি ঐশ্বর্যা বেশি করে কাজ করতে পারেন না। কিন্তু বাস্তবে নাকি ঐশ্বর্যাকেই ভয় পান অভিষেক। এমন দাবি শ্বেতা বচ্চনের।

Advertisement

কর্ণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-তে গিয়েছিলেন অভিষেক ও শ্বেতা। অভিষেককে সেই দিন কর্ণ প্রশ্ন করেছিলেন “তুমি কাকে বেশি ভয় পাও? বৌকে না কি মাকে?” অভিষেক উত্তর দেওয়ার আগেই শ্বেতা বলেন, “বৌকে বেশি ভয় পায়।”

দিদি উত্তর দিয়ে দেওয়ায় অভিষেক বলেন, “আরে, এই প্রশ্ন তো আমাকে করা হয়েছে। তুমি চুপ করো।” মজার ছলেই দিদিকে চুপ করিয়েছিলেন অভিষেক। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। নেটাগরিকের দাবি, শ্বেতার উত্তরই প্রমাণ করে দেয়, ননদ-বৌদির সম্পর্ক মোটেই মধুর নয়।

উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বর্যা। সাদা শাড়ির সঙ্গে সিঁথিতে লাল সিঁদুর পরে দেখা গিয়েছে তাঁকে। অনুরাগীদের দাবি, নিন্দকদের মুখে ছাই দিয়ে ঐশ্বর্যা বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্ক অটুট। তাই এক মাথা সিঁদুর পরেছেন তিনি। তবে কানে যখন ঐশ্বর্যা হাঁটছেন, তখন মুম্বই শহরে ডায়না পেন্টির সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে অবশ্য জয়া বচ্চনও ছিলেন। কিন্তু হঠাৎ ডায়নাকে নিয়ে মা জয়ার সঙ্গে নৈশভোজে কেন গেলেন অভিষেক? এ ব্যাপারে নেটপাড়ার উৎসাহের অন্ত নেই।

Advertisement
আরও পড়ুন