Tamannaah Bhatia-Vijay Varma break up

যৌন কামনা না কি ভালবাসা! লালসার প্রসঙ্গে মনের কথা উজাড় করেছিলেন তমন্না-বিজয়

এখনও পর্যন্ত জানা গিয়েছে, তমন্না নাকি বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় প্রস্তুত নন। এখান থেকেই সম্পর্কে ভাঙন। এই জল্পনার মাঝেই উঠে এল ভালবাসা ও লালসা নিয়ে তমন্না ও বিজয়ের মন্তব্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৯:২৩
Once Tamannaah Bhatia and Vijay Varma talked about the difference between love and lust

ভালবাসা ও লালসা নিয়ে কী বলেছিলেন তমন্না-বিজয়! ছবি: সংগৃহীত।

সম্পর্ক ভাঙছে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। টানা দুই বছর সম্পর্কে থাকার পরে পথ আলাদা হচ্ছে তাঁদের। বিচ্ছেদের কারণ হিসেবে এখনও পর্যন্ত জানা গিয়েছে, তমন্না নাকি বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় প্রস্তুত নন। এখান থেকেই সম্পর্কে ভাঙন। এই জল্পনার মাঝেই উঠে এল ভালবাসা ও লালসা নিয়ে তমন্না ও বিজয়ের মন্তব্য।

Advertisement

‘লাস্ট স্টোরিজ় ২’ ছবির সময় থেকে সম্পর্কের সূচনা তমন্না ও বিজয়ের। সেই ছবি সংক্রান্ত এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ভালবাসা ছা়ড়া কি যৌন সম্পর্কে জড়ানো যায়? উত্তরে তমন্না বলেছিলেন, “আমার এই নিয়ে সত্যিই মতামত নেই। হতেই পারে কেউ ভালবাসা ছাড়াই যৌন সম্পর্কে জড়াচ্ছেন। আবার না-ও হতে পারে। বলা সম্ভব নয়।” বিজয় বলেছিলেন, “ভিন্ন মানুষের ভিন্ন অভিজ্ঞতা হতেই পারে। কারও চোখে ভালবাসা ও যৌনতা আলাদা। আবার কারও ক্ষেত্রে দুটোই সম্পর্কিত। এমনও হতে পারে, যৌনতা থেকেই সম্পর্ক শুরু। সেটা পরে প্রেমে পরিণত হয়। আবার উল্টোটাও হতে পারে।”

এর পরে ভালবাসার সংজ্ঞা জানতে চাওয়া হয় তাঁদের কাছে। বিজয় বলেছিলেন, “আসলে লালসা হল অস্থির আবেগের বহিঃপ্রকাশ। অন্য দিকে ভালবাসা অনেক বেশি গভীর। ভালবাসা দীর্ঘকালীন। ভালবাসা মানুষকে শান্তি দেয়।” তমন্নার উত্তর, “ভালবাসা মানে স্বাধীনতা। আমার কাছে লালসাও ভালবাসারই বহিঃপ্রকাশ। আসলে লালসা হল, ভীষণ ভাবে কোনও কিছুর কামনা করা।”

Advertisement
আরও পড়ুন