Deepika Padukone

দায়বদ্ধতার অভাব দীপিকার! এ বার তাঁর হাত থেকে কোন ছবি ‘ছিনিয়ে’ নিলেন সাই পল্লবী?

‘স্পিরিট’ ছবিতে তাঁর জায়গায় অভিনয় করেছেন তৃপ্তি ডিমরী। এমনই আরও একটি ছবিতে এ বার দীপিকার জায়গায় অভিনয় করছেন সাই পল্লবী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৩০
Sai Pallavi reportedly to replace Deepika Padukone in Kalki 2 sequel

দীপিকার হাত থেকে কাজ গেল সাই-এর কাছে? ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এই শর্ত রেখে বেশ কয়েকটি কাজ হারিয়েছেন দীপিকা পাড়ুকোন। প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে। বেশি পারিশ্রমিকের দাবিও ছিল আর একটি কারণ। সেই ছবিতে তাঁর জায়গায় অভিনয় করেছেন তৃপ্তি ডিমরী। এমনই আরও একটি ছবিতে এ বার দীপিকার জায়গায় অভিনয় করছেন সাই পল্লবী।

Advertisement

দীপিকার আট ঘণ্টার কাজের দাবি নিয়ে বহু দিন ধরে তরজা চলেছে বি-টাউনে। এর জেরে হাতছা়ড়া হয় ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলও। প্রথম ছবিতে অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। সেই চরিত্রটি ছাড়া সিকুয়েল প্রায় অসম্ভবই ছিল। কিন্তু কাজে ‘দায়বদ্ধতার অভাবের’ দরুণ নাকি বাদ পড়েছেন দীপিকা। দাবি নির্মাতাদের। নাগ অশ্বিন পরিচালিত সেই ছবিতেই দীপিকা অভিনীত চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে বলে এক সূত্রের খবর। তবে নির্মাতাদের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

‘কল্কি ২৮৯৮ এডি’র দর্শকদের অবশ্য অনুমান, সিকুয়েলে হয়তো দীপিকার চরিত্রটিকে মৃত হিসাবে দেখানো হবে। নতুন একটি চরিত্রে পরিচয় করানো হবে সাইকে। অভিনেত্রীর তরফ থেকেও এখনও কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি।

দীপিকা এই ছবি থেকে বাদ পড়ার পরে প্রথমে শোনা গিয়েছিল, এই চরিত্রে হয়তো আলিয়া ভট্টকে দেখা যাবে। এখন দেখার, সত্যিই এই চরিত্রে সাই পল্লবীকে দেখা যাবে কিনা।

ঠিক কেন বাদ পড়েছিলেন দীপিকা এই ছবি থেকে? প্রভাস অভিনীত ছবি থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, দীপিকা নাকি তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দিয়েছিলেন তিনি। তার পরেই নির্মাতারা বিবৃতিতে প্রকাশ করেন, তাঁদের ছবিতে আর দীপিকা অভিনয় করবেন না।

Advertisement
আরও পড়ুন