Samantha Ruth Prabhu

নাগ-পর্বে ইতি, আমেরিকায় প্রেমিকের সঙ্গে ক্যামেরাবন্দি সামান্থা, কী বললেন প্রেমিকের প্রাক্তন স্ত্রী

এ বার আর লুকোছাপা নয়, প্রকাশ্যে প্রেম করছেন সামান্থা ও রাজ। ছবি ভাইরাল হতেই পাল্টা কটাক্ষ রাজের প্রাক্তন স্ত্রীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৮:৪৪
Samantha Ruth Prabhu and Raj nidimoru is dating america vacation picture goes viral

ছবি: সংগৃহীত।

নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কবে ফের প্রেমে পড়বেন সামান্থা রুথ প্রভু? ফিরবেন নতুন জীবনের দিকে! অবশেষে অপেক্ষার অবসান। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখনই বিয়ে করতে চাইছেন না। তাঁরা নাকি একত্রবাস করবেন! হায়দরাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে পাকাপাকি ভাবে মুম্বইয়ে থাকছেন সামান্থা! তবু যেন শান্তি নেই সামান্থার। রাজ-সামান্থার সম্পর্কের খবর সামনে আসতে প্রায় নিয়মিত কোনও না কোনও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের প্রাত্তন স্ত্রী শ্যামলী দে। এ বার আর লুকোছাপা নয়, প্রকাশ্যে প্রেম করছেন সামান্থা ও রাজ। ছবি ভাইরাল হতেই পাল্টা কটাক্ষ রাজের প্রাক্তন স্ত্রীর।

Advertisement

দিনকয়েক আগে আমেরিকায় যান অভিনেত্রী। ডেট্রয়েট শহরের একটি ক্যাফে থেকে বেশ কয়েকটি ছবিও দেন। যদিও ছবিগুলোয় তিনি একা। কিন্তু রাস্তায় রাজের হাত ধরে ঘুরে বেড়াতেই ক্যামেরাবন্দি হন। নিমেষে ভাইরাল হয় ছবি। সামান্থাকে খুশি দেখে স্বস্তিতে তাঁর অনুরাগীরা। কিন্তু ফের যেন পাল্টা আক্রমণ করলেন রাজের প্রাক্তন স্ত্রী। তিনি নিজের সমাজমাধ্যমে ছোট একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘এ সব আমি আগে করে এসেছি।’’ সামান্থা ও রাজের খবর প্রকাশ্যে আসতেই একের পর এক পোস্ট করছেন শ্যামলী দে। সামান্থা কিছু দিন আগেই একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল, রাজের কাঁধে মাথা রেখেছেন। সেই ছবির পরই অনুরাগীরা অনুমান করতে শুরু করেন, সামান্থা ও রাজ সম্পর্কে জড়িয়েছেন।

রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী বাঙালি পরিবারের মেয়ে। ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। ২০২২-এ বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Advertisement
আরও পড়ুন