Apu Biswas

পিতৃদিবসে ছেলের সঙ্গে আদুরে শাকিব, অপুর নিশানায় আবারও বুবলী! অভিনেত্রী লিখলেন...

অভিনেত্রী অপু বিশ্বাস একের পর এক পোস্ট করেই চলেছেন। আবারও কি অভিনেত্রীর নিশানায় শবনম বুবলী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২০:১৮
speculations are Actress Apu Biswas’s new post is dedicated to Shobnom Bubly

(বাঁ দিক থেকে) অপু বিশ্বাস, শাকিব খান, শবনম বুবলী। ছবি: সংগৃহীত।

শাকিব খানকে নিয়ে তাঁর দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলীর দড়ি টানাটানি লেগেই আছে। অভিনেতার দু’পক্ষের দুই ছেলে। এক জনের নাম আব্রাম খান জয়, অন্য জন হল শেহজাদ বীর। দাম্পত্যে যত অশান্তিই হোক, দুই ছেলের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অভিনেতা শাকিব। দুই ছেলের মধ্যে কোনও ভেদাভেদ করেন না। সম্প্রতি, আন্তর্জাতিক পিতৃদিবস গিয়েছে। ছেলে-বাবার ছবি পোস্ট করেছিলেন অপু। ব্যস! এখানেই বেধেছে গোলমাল। অপু এবং বুবলীর অলিখিত ‘প্রতিযোগিতা’ যেন আরও স্পষ্ট হয়ে গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। পিতৃদিবসের দিন অপু এবং বুবলী দু’জনেই ছেলের সঙ্গে বাবা শাকিবের ভিডিয়ো পোস্ট করেন। এখানেই থামেননি। এই ভিডিয়োর পর অপু আরও একটি পোস্ট করেন, যা দেখে স্পষ্ট যে অভিনেত্রী বুবলীকে ইঙ্গিত করেই কিছু বলেছেন।

Advertisement

অপু তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দিই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি— এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারও অস্বস্তি তৈরি হলে, সেটার দায় আমার নয়।’

শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে বিতর্কের শেষ নেই। ও পার বাংলায় তাঁদের দাম্পত্য, বিবাহবিচ্ছেদ নিয়ে বিপুল আলোচনা হয়েছে। অপুর সঙ্গে দীর্ঘ ন’বছরের দাম্পত্য ভেঙে বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান নায়ক। তার পর থেকেই শুরু যত ঝামেলা।

Advertisement
আরও পড়ুন