Swara Bhasker

মায়ের মতোই স্বভাব পেয়েছে স্বরার কন্যা! রাবিয়ার কীর্তি দেখে ভয় পাচ্ছেন খোদ অভিনেত্রী

সাহসী স্বভাবের জন্য অনেক কিছুই হারিয়েছেন তিনি। একই রকম সাহসী হয়েছে তাঁর একরত্তি কন্যা রাবিয়া। স্বরা নিজেই জানিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২০:৩৩
Swara Bhasker said that her daughter already loves exploring different kind of adventures

স্বরা ভাস্করের কন্যা রাবিয়াও নাকি খুব সাহসী! ছবি: সংগৃহীত।

স্পষ্ট কথা বলতে ভালবাসেন স্বরা ভাস্কর। রাজনৈতিক বিষয় নিয়েও চাঁছাছোঁলা মন্তব্য করেন তিনি। তার জন্য নাকি বলিউডে আর কাজ পান না স্বরা। সাহসী স্বভাবের জন্য অনেক কিছুই হারিয়েছেন তিনি। একই রকম সাহসী হয়েছে তাঁর একরত্তি কন্যা রাবিয়া। স্বরা নিজেই জানিয়েছেন।

Advertisement

স্বরা নিজে রোমাঞ্চ পছন্দ করেন। যে কোনও রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য মুখিয়ে থাকেন তিনি। কন্যা রাবিয়াও মায়ের স্বভাব পেয়ে বাড়ির উঁচু আসবাব বেয়ে উঠে পড়ছে। তবে মেয়ের এই গুণ দেখে নিজেই বেশ ভয় পাচ্ছেন বলেও জানিয়েছেন স্বরা। সমাজমাধ্যমে একটি ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, একটা টেবিলের উপর পিছন ফিরে বসে আছে ছোট্ট রাবিয়া। সেই টেবিলের উপর উঠে মায়ের প্রসাধনী দ্রব্য খতিয়ে দেখছে সে। সেই ছবির সঙ্গে স্বরা লিখেছেন, “একেবারে খাদের ধারের জীবন কাটাচ্ছে রাবু জি (রাবিয়া)। প্রতিদিন ভয়ঙ্কর সব খেলা আবিষ্কার করছে সে।”

কয়েক সপ্তাহ আগেই স্বামী ফাহাদ আহমেদ ও কন্যাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন স্বরা ভাস্কর। একটি ছবিতে দেখা গিয়েছিল, স্বরার কোলে বসে একরত্তি। তার চোখে বাহারি গোল ফ্রেমের রোদচশমা। এই ছবি দেখে স্বরার অনুরাগীরা ভালবাসায় ভরিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২৩-এ ফাহাদকে বিয়ে করেছিলেন স্বরা। সেই বিয়ের জন্যও কটাক্ষ ধেয়ে এসেছিল তাঁর দিকে। তবে সে সবে খুব একটা গুরুত্ব দেননি স্বরা। সম্পর্কের সমীকরণ নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী। মানুষের সমাজে নানা ধরনের নিয়ম রয়েছে এই বিয়ে নিয়ে। এক এক ধর্মের মানুষ এক এক রীতি মেনে বিয়ে করেন। স্বরা জানান, তিনি ও ফাহাদ বিয়ের সময়ে এমন প্রচলিত প্রথাগুলি একেবারে ভেঙে ফেলেছেন। অভিনেত্রী জানান, তিনি ফাহাদের চেয়ে বয়সে বড়। ১৯৮৮ সালের ৯ এপ্রিল জন্ম স্বরার। অভিনেত্রীর বাবা পেশায় ভারতীয় নৌসেনা আধিকারিক এবং মা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বর্তমানে স্বরার বয়স ৩৬। অন্য দিকে ফাহাদ মাত্র ৩২। বয়সে ছোট পুরুষকে বিয়ে করার কারণেও রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু এই নিয়ে তাঁর কোনও ছুতমার্গ নেই বলেই জানান অভিনেত্রী।

সমাজকর্মী, রাজনীতিক ও ছাত্রনেতা হিসেবেই তিনি পরিচিত। সিএএ বিরোধী আন্দোলনের সময় পরিচিতি পান ফাহাদ। সেই সময়ই স্বরার সঙ্গে তাঁর পরিচয়। জন্মসূত্র ফাহাদ উত্তরপ্রদেশের বাহেরি নামে এক শহরের বাসিন্দা। ভিন্‌ধর্মে বিয়ে করায় কটাক্ষের শিকার হয়েছিলেন স্বরা।

Advertisement
আরও পড়ুন