Udit Narayan Controversy

‘উদিতজি একটা চুমু...’ অনুষ্ঠানে ঢুকতেই আবদার, শোনামাত্রই কী করলেন গায়ক?

পর পর দু’টি ভিডিয়ো ভাইরাল উদিত নারায়ণের। তার পর থেকে দেশ জুড়ে সমালোচনার পাশাপাশি গায়ককে নিয়ে চলছে রসিকতা। এ বার একটি অনুষ্ঠানে পৌঁছোতেই গায়কের কাছে উড়ে এল চুম্বনের আবদার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২০
উদিত নারায়ণকে দেখামাত্রই এল চুমুর আবদার।

উদিত নারায়ণকে দেখামাত্রই এল চুমুর আবদার। ছবি: সংগৃহীত।

কোনও এক গানের অনুষ্ঠানে এক মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিয়েছিলেন উদিত নারায়ণ। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তার পর দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গায়ককে। তবে এটিই একমাত্র ঘটনা নয়, একের পর এক চুম্বন-ভিডিয়ো প্রকাশ্যে আসছে উদিতের গানের মঞ্চের। পর পর দু’টি ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী ভক্তদের গালে নয়, ঠোঁটে ঠোঁট রাখছেন উদিত। কায়দাও প্রায় একই— গলা ধরে সোজা ঠোঁটে চুমু দেন উদিত।

Advertisement

এই বিতর্কের মাঝেই মুম্বইয়ে উদিত নারায়ণ ‘দ্য রোশনস’ সিরিজের সাফল্যের উদ্‌যাপনে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁকে দেখামাত্রই রসিকতা শুরু করেন আলোকচিত্রীরা। তাঁরা গায়কের উদ্দেশে বলে বসেন, ‘‘স্যর, এক কিস হো যায়ে (উদিতজি একটা চুমু হয়ে যাক)।’’ প্রত্যুত্তরে গায়ক কেবল হেসে চলে যান। এই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তার পর নেটাগরিকেরাও দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।

এক জন ব্যঙ্গ করে মন্তব্য করেন, ‘‘খুব মজার মনে হচ্ছে! তত ক্ষণই মজা যত ক্ষণ না উনি কোনও আলোকচিত্রীকে ধরে চুমু দিচ্ছেন!’’ যদিও চুমুকাণ্ডের পর উদিত নিজেই জানিয়েছেন, কেউ ইচ্ছাকৃত তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তবে এ সবে কিছু যায়-আসে না, উল্টে তাঁর জনপ্রিয়তাই বাড়ছে।

Advertisement
আরও পড়ুন