Jaya Bachchan on Toilet Ek Prem Katha

‘এমন ছবি কেউ দেখে নাকি’! ফের মেজাজ হারালেন জয়া, কেন অক্ষয়কে নিশানা করলেন সাংসদ?

এ বার বর্ষীয়ান অভিনেত্রীর কটাক্ষের মুখে পড়লেন অক্ষয় কুমার! তবে অভিনেতাকে সরাসরি আক্রমণ করেননি তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৩:২৭
Veteran actress Jaya Bachchan slams Akshay Kumar’s film Toilet: ek prem katha

অক্ষয়কে কটাক্ষ জয়ার। ছবি: সংগৃহীত।

ছবিশিকারিরা ক্যামেরা তাক করলেই মেজাজ হারান জয়া বচ্চন। প্রায়ই এমন দৃশ্য সমাজমাধ্যমে ভেসে ওঠে। কিন্তু এ বার বর্ষীয়ান অভিনেত্রী কটাক্ষ করলেন অক্ষয় কুমারকে। তবে অভিনেতাকে সরাসরি আক্রমণ করেননি তিনি। এক আলোচনাসভায় অক্ষয় অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিকে ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন জয়া।

Advertisement

এই ছবি নিয়ে আপত্তি রয়েছে জয়ার। বক্স অফিসে সাড়া ফেলেছিল ছবিটি। কিন্তু জয়া মনে করেন, এই ছবি নাকি চূড়ান্ত অসফল। ছবির নামটিই নাকি অপছন্দ জয়ার। অভিনেত্রী বলেছেন, “ছবির নামটা দেখুন। যে ছবির নাম এমন, তা আমি কখনওই দেখব না। এটা একটা নাম হল?” আলোচনাসভায় প্রশ্ন রাখেন জয়া। তার পরে আবার নিজেই বলেন, “এমন ছবি হয়তো এত লোকের মাঝে চার জন দেখবে। সত্যিই খুব দুঃখজনক। একেবারেই অসফল ছবি এটি।”

২০১৭ সালে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে অক্ষয় অভিনীত চরিত্রের নাম ছিল কেশব। তাঁর বিপরীতে ছিলেন ভূমি পেডনেকর, যাঁর চরিত্রের নাম ছিল জয়া। কেশব প্রেমে পড়ে জয়ার। কিন্তু কেশবের বাড়িতে কোনও শৌচালয় নেই বলে আপত্তি জানায় সে। তখনই নায়ক সিদ্ধান্ত নেয়, বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করবে। তবে বিষয়টি মোটেই সহজ নয়। পরিবার ও গোটা গ্রাম আপত্তি জানায় বাড়ির মধ্যে শৌচালয়ের ব্যবস্থা হবে শুনে। অবশেষে সব বাধা পেরিয়ে স্ত্রীর জন্য শৌচালয় তৈরি করে কেশব।

বর্তমানে অক্ষয় ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কন্নাপ্পা’ নিয়ে। ছবিতে মহাদেবের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। এই ছবিতে অভিনয় করেছেন প্রভাসও।

Advertisement
আরও পড়ুন