Ganga Dusshera 2025

শাস্ত্রমতে গঙ্গা দশহরার দিন গঙ্গাস্নান করলে দশবিধ পাপ ক্ষয় হয়, কবে এই বিশেষ তিথি? স্নানের শুভ সময় কখন?

সাগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণদানের জন্য শ্রীশ্রী ভগীরথ শ্রীশ্রী গঙ্গাদেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে আসেন। এই উপলক্ষে শুক্লদশমী তিথি পুণ্য গঙ্গা দশহরা হিসাবে পালন করা হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ০৭:১৩

—প্রতীকী ছবি।

জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমী তিথিতে গঙ্গাদেবী মর্ত্যে আগমন করেন। সাগর রাজার সন্তানদের নশ্বর দেহে প্রাণদানের জন্য শ্রীশ্রী ভগীরথ শ্রীশ্রী গঙ্গাদেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে আসেন। এই উপলক্ষে শুক্লদশমী তিথি পুণ্য গঙ্গা দশহরা হিসাবে পালন করা হয়। এই তিথি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলায় বিশেষ ভাবে পালিত হয়।

Advertisement

আগামী ৫ জুন, বাংলার ২১ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শ্রীশ্রী গঙ্গা দশহরা। শাস্ত্রমতে, গঙ্গা দশহরা (দশমী) তিথিতে গঙ্গাস্নান করলে দশবিধ পাপ ক্ষয় হয়। এই তিথিতে ভক্তিভরে গঙ্গাদেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:

দশমী তিথি আরম্ভ–

বাংলা– ২০ জ্যৈষ্ঠ, বুধবার।

ইংরেজি– ৪ জুন, বুধবার।

সময়– রাত ১১টা ৫৬ মিনিট।

দশমী তিথি শেষ–

বাংলা– ২১ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।

ইংরেজি– ৫ জুন, বৃহস্পতিবার।

সময়– রাত ২টো ১৭ মিনিট।

শ্রীশ্রী গঙ্গা দশহরা, শ্রীশ্রী গঙ্গাপূজা, শ্রীশ্রী মনসাপূজা, দশমী তিথি মধ্যে গঙ্গাস্নানে দশবিধ পাপক্ষয়।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী:

দশমী তিথি আরম্ভ–

বাংলা– ২০ জ্যৈষ্ঠ, বুধবার।

ইংরেজি– ৪ জুন, বুধবার।

সময়– রাত ১টা ৫৩ মিনিট ১ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বাংলা– ২১ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।

ইংরেজি– ৫ জুন, বৃহস্পতিবার।

সময়– রাত ৩টে ২২ মিনিট ১০ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন