Astro Tips for Attracting Money

নতুন বছরে অর্থভাগ্য বদলাতে চান? বাড়িতে লক্ষ্মী আনতে সূর্যাস্তের পর পালন করুন পাঁচ উপায়, ভাল ফল পাবেন

জ্যোতিষশাস্ত্রে অর্থসমস্যার বেশ কিছু সমাধান বা টোটকা রয়েছে। কিছু টোটকা যদি সূর্যাস্তের পর পালন করা হয়, তা হলে খুব ভাল ফল পাওয়া যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১১:২৮
money astrology

—প্রতীকী ছবি।

জীবনের বেশ কিছু সমস্যা অর্থকে ঘিরে শুরু হয়। অনেক পরিশ্রম করার পরও আমরা সঞ্চয় খুব একটা দেখতে পাই না। সে ক্ষেত্রে শুরু হয় মানসিক চাপ, অশান্তি। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের সমস্যার বেশ কিছু সমাধান বা টোটকা রয়েছে। কিছু টোটকা যদি সূর্যাস্তের পর পালন করা হয়, তা হলে খুব ভাল ফল পাওয়া যায়।

Advertisement

উপায়:

১) প্রতি দিন সন্ধ্যাবেলা ঘরের ঠাকুরের সামনে ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালান। এর ফলে বাড়িতে শুভ শক্তির সঞ্চার হয় এবং নেগেটিভ শক্তি দূর হয়।

২) সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং ধনকুবেরের পুজো করুন। এই সময় একটা গোমতী চক্রের উপর চন্দন এবং কেশরের মিশ্রণ দিয়ে মা লক্ষ্মী লিখে, লক্ষ্মীদেবী এবং কুবেরের সামনে রাখুন। পরের দিন গোমতী চক্রটি লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন।

৩) টাকা রাখার জায়গায় বা আলমারির দরজায় লাল বা হলুদ রঙের সুতো বাঁধা খুবই শুভ বলে মনে করা হয়। সুতো বাঁধার আগে সেটিকে মা লক্ষ্মীর চরণে ছুঁইয়ে নিতে হবে।

৪) সন্ধ্যাবেলা তুলসীগাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মানা হয়। এই কাজ প্রতি দিন করতে পারলে বাড়িতে ইতিবাচক শক্তি সর্বদা বজায় থাকবে।

৫) মা লক্ষ্মীর সামনে লক্ষ্মী কড়িতে হলুদ লাগিয়ে রেখে দিন। ধূপ ও দীপ জ্বেলে সেটির পুজো করুন। পুজো শেষে লক্ষ্মী কড়িটি টাকা রাখার জায়গায় রেখে দিন। এই কাজ যে কোনও বৃহস্পতিবার সন্ধ্যাবেলা করতে পারেন।

Advertisement
আরও পড়ুন