—প্রতীকী ছবি।
অনেক সময় জন্মপত্রিকায় নানা বিষয়ে প্রতিশ্রুতি থাকলেও সেই কাজে ব্যর্থ হতে দেখা যায়। যেমন, নির্দিষ্ট একটি সময়ে বিয়ে বা সন্তান প্রাপ্তির কথা লেখা থাকলেও কোনওটাই হয় না। এটি কাজ, শিক্ষা ইত্যাদি যে কোনও বিষয়ের ক্ষেত্রেই হতে পারে। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও ব্যর্থ হওয়ার কারণ হল জন্মপত্রিকায় থাকা বিভিন্ন দোষ। বিভিন্ন দোষের কারণেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। তেমনই একটি ভয়ঙ্কর দোষ হল পিতৃদোষ।
পিতৃদোষ কী?
পূর্বজন্মে পিতা বা পিতৃতুল্য ব্যক্তির দ্বারা অভিশাপ পেলে পিতৃদোষ সৃষ্টি হয়। পিতৃদোষ যে কেবল পূর্বজন্মেরই হয় তা নয়। পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে। পিতৃদোষ বিভিন্ন বিষয়ে অশুভ ফল দান করলেও, পঞ্চম স্থানে এটি অধিক অশুভ ফল দান করে। পঞ্চম স্থান হল সন্তানসুখের স্থান। উক্ত ঘরে পিতৃদোষ থাকলে সন্তানসুখ থেকে বঞ্চিত হন অনেকে। কখনও সন্তানহীনতা হতে দেখা যায়, কখনও আবার সন্তান বিপথগামী হয়। সন্তান বিভিন্ন ভাবে অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে, বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয় না অথবা তাঁদের অবাধ্য হতে দেখা যায়। এ ছাড়াও পিতৃদোষ থাকলে কাজ, পড়াশোনা ইত্যাদি বিষয়েও অশুভ ফলপ্রাপ্তি হয়।
জন্মকুণ্ডলীতে পিতৃদোষ রয়েছে কি না কী ভাবে বুঝবেন?
জন্মকুণ্ডলীর পঞ্চম এবং দশম স্থান কোনও পাপ গ্রহের সঙ্গে সম্পর্ক তৈরি করলে বুঝতে হবে যে পিতৃদোষ রয়েছে। রবির সঙ্গে কোনও অশুভ গ্রহের সম্পর্ক হলে, বিশেষত শনি বা রাহুর সম্পর্ক হলেও সেটি পিতৃদোষ নির্দেশ করে। লগ্ন দুর্বল হলে পিতৃদোষ বিশেষ অশুভ ফল দান করে। জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকলে যত শীঘ্র সম্ভব পিতৃদোষের প্রতিকার করা উচিত।
পিতৃ দোষের প্রতিকার: