AAP Leader Shot Dead

বিয়েবাড়িতে ঢুকে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা! অমৃতসরে দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের

এর আগেও আম আদমি পার্টির ওই পঞ্চায়েত প্রধানের উপরে হামলার চেষ্টা হয়েছিল। গত বছরের মার্চে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৯:২৯
পঞ্জাবে আম আদমি পার্টির পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুনের অভিযোগ।

পঞ্জাবে আম আদমি পার্টির পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুনের অভিযোগ। — প্রতীকী চিত্র।

বিয়েবাড়িতে গিয়ে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠল পঞ্জাবে। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের এক রিসর্টে। নিহতের নাম জরনৈল সিংহ। তিনি তরণ তারণ জেলার ভলতোহা এলাকায় এক পঞ্চায়েতের প্রধান। অমৃতসরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জরনৈল। ওই সময়েই অজ্ঞাতপরিচয় দুই আততায়ী রিসর্টের ভিতরে প্রবেশ করে তাঁকে হত্যা করে বলে অভিযোগ।

Advertisement

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে হামলা চলেছে, তা-ও জানা যায়নি। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। দুই আততায়ী বিয়েবাড়িতে প্রবেশ করে পঞ্চায়েত প্রধানকে নিশানা করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পরে অমৃতসরের পুলিশ কমিশনার জানান, হামলাকারীরা উভয়েই বহিরাগত। তাঁদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাঁদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও হামলাকারীদের নাম পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ।

রাজনৈতিক কোনও কারণে তাঁর উপরে হামলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও আম আদমি পার্টির ওই পঞ্চায়েত প্রধানের উপরে হামলার চেষ্টা হয়েছিল। গত বছরের মার্চে ভালতোহা গ্রামেই তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। বাইকে চেপে এসে এক দল দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালায় গাড়িতে। হামলায় গাড়ির চালক এবং পঞ্চায়েত প্রধান উভয়েই জখম হয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন