Karnataka Minister on Molestation

‘বড় বড় শহরে এমন হতেই পারে!’ বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানি নিয়ে মন্তব্য করে বিপাকে মন্ত্রী

এই মন্তব্যের পর ফের শুরু হয়েছে বিতর্ক। যদিও পাশাপাশি শ্লীলতাহানির ওই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন পরমশ্বর। পুলিশকে বিভিন্ন এলাকায় টহল বাড়ানোরও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৩:৫৫
প্রকাশ্য রাস্তায় মহিলার শ্লীলতাহানি নিয়ে বিতর্কিত মন্তব্য কর্নাটকের মন্ত্রীর।

প্রকাশ্য রাস্তায় মহিলার শ্লীলতাহানি নিয়ে বিতর্কিত মন্তব্য কর্নাটকের মন্ত্রীর। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুর রাস্তায় এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় মুখ খুলে বিপাকে পড়লেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। সোমবার পরমেশ্বর বলেছিলেন, বড় বড় শহরে এমন ঘটনা নাকি ঘটেই থাকে! এর পরেই তাঁর মন্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে নানা মহলে।

Advertisement

অভিযোগ, গত সপ্তাহেই বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় একজন মহিলার শ্লীলতাহানি করেন এক যুবক। ওই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা গিয়েছে, বেঙ্গালুরুর সুদ্দাগুন্তেপালিয়ার কাছে এক তরুণীকে আপত্তিকর ভাবে স্পর্শ করছেন এক যুবক। সে সময় তরুণীর সঙ্গে তাঁর এক বান্ধবীও ছিলেন। তাঁদের এক জনকে ধাক্কা মেরে দেওয়ালের দিকে ঠেলে দেন ওই যুবক। তার পর তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। সিসিটিভি ক্যামেরায় সে দৃশ্য ধরাও পড়ে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা মহলে শুরু হয় তীব্র সমালোচনা। অথচ, সোমবার এ প্রসঙ্গে বলতে গিয়ে পরমশ্বর বলেন, ‘‘এরকম ঘটনা তো বেঙ্গালুরুর মতো বড় শহরগুলিতে আকছার ঘটেই থাকে!’’

ওই মন্তব্যের পরেই ফের শুরু হয়েছে বিতর্ক। যদিও পাশাপাশি শ্লীলতাহানির ওই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন পরমশ্বর। পুলিশকে বিভিন্ন এলাকায় টহল বাড়ানোরও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি! অন্য দিকে, ৩ এপ্রিলের ওই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হওয়ার পরেই স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৪বি ধারায়। তবে নির্যাতিতার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisement
আরও পড়ুন