ডিজিটাল গ্রেফতারের ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগ মহারাষ্ট্রে। — প্রতীকী চিত্র।
ডিজিটাল গ্রেফতারের ভয় দেখিয়ে এক বৃদ্ধের থেকে সাড়ে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণেতে। এক সপ্তাহের মধ্যে ঠাণেতে এই নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল।
ঘটনার সূত্রপাত ডিসেম্বরের শুরুর দিকে। ঠাণের কল্যাণ থানা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধকে হোয়াট্সঅ্যাপে ফোন করেন প্রতারক। ভিডিয়ো কল করা হয়েছিল বৃদ্ধকে। পুলিশের বেশেই তাঁকে ফোন করেন প্রতারক। বৃদ্ধকে বলা হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন দেখা গিয়েছে। কিছু অনিয়মের অভিযোগের সঙ্গে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ পাওয়া গিয়েছে বলেও বলা হয় মহারাষ্ট্রের বৃদ্ধকে। এই কথা বলে ওই বৃদ্ধকে ফাঁদে ফেলেন প্রতারকেরা। তাঁকে ডিজিটাল গ্রেফতার করার ভয় দেখানো হয় বলে অভিযোগ।
পুলিশকে বৃদ্ধ জানান, ওই সন্দেহজনক লেনদেনের কথা বলে প্রথমে তাঁকে ডিজিটাল গ্রেফতারের কথা বলা হয়। পরে তাঁকে বলা হয়, তদন্তে সহযোগিতা করলে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। সহযোগিতা করলে তাঁকে আর কোনও আইনি ঝক্কি পোহাতে হবে না, এমন কথাও বলা হয় বৃদ্ধকে। অভিযোগ, এই সব কথা বলে চাপ দিয়ে বৃদ্ধের কাছ থেকে দফায় দফায় সাড়ে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেন প্রতারকেরা। গত ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বৃদ্ধকে বেশ কয়েক বার অনলাইনে টাকা পাঠাতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কল্যাণ থানায় অভিযোগ জানান বৃদ্ধ। তাঁর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় থানার এক আধিকারিক জানান, ওই ঘটনায় ব্যাঙ্ক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের সন্ধান পেতে অন্য ডিজিটাল নথিও সংগ্রহ করা হচ্ছে।