(বাঁ দিক থেকে) রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, তেজস্বী যাদব। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব সরাসরি দিলেন না। কিন্তু বিহারে ভোটপ্রচারে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে ‘ছটীমাইয়া’কে অপমান করার পাল্টা অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! মুজফ্ফরপুরের সভায় বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘কংগ্রেস এবং আরজেডির যে নেতারা বিহার নির্বাচনে ভোট পেতে ‘ছটীমাইয়া’র অবমাননা করছেন, রাজ্যের মানুষ শতাব্দীর পর শতাব্দী তাঁদের ক্ষমা করবেন না।’’
মুজফ্ফরপুর এবং দ্বারভাঙ্গায় সভা করেন রাহুল এবং তেজস্বী। দু’জায়গাতেই প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস এবং আরজেডির নতুন প্রজন্মের দুই মুখ। সেখানে ছট-স্নানের জন্য সুইমিং পুল তৈরির অভিযোগ প্রসঙ্গে সরব হন রাহুল। ছটপুজো উপলক্ষে দিল্লিতে যমুনার পাশে প্রধানমন্ত্রীর স্নান করার জন্য পানীয় জলের পুকুর তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পরে ওই ‘নকল’ যমুনার জলে ডুব দেওয়ার কর্মসূচি বাতিল করা হয়। সেই প্রসঙ্গ তুলে রাহুল বলেন, ‘‘সাধারণ বিহারিদের দূষিত যমুনার জলে ছটপুজো করতে হচ্ছে, আর মোদী ডুব দেবেন সুইমিং পুলে! আসলে প্রধানমন্ত্রীর যমুনার সঙ্গে কোনও সম্পর্ক নেই, ছটের সঙ্গেও কোনও সম্পর্ক নেই। তিনি শুধু নাটক করে আপনাদের ভোট পেতে চান।”
এর পরেই লোকসভার বিরোধী দলনেতার মন্তব্য, ‘‘ভোটের জন্য সব করতে পারেন প্রধানমন্ত্রী। এমনকি, মঞ্চে উঠে নাচতেও তিনি দ্বিধা করবেন না।’’ মোদীর ‘নাটক করা’ নিয়ে খোঁচা দেন তেজস্বীও। সেই মুজফ্ফরপুরে গিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ছটপুজোকে ‘নাটক’ বলেছেন রাহুল-তেজস্বী। ফলে ‘ছটীমাইয়া’র অবমাননা হয়েছে। প্রধানমন্ত্রীর অভিযোগ, বিহারে দুই নেতা নিজেদের ‘যুবরাজ’ বলে দাবি করেছেন। এর পরেই তাঁর মন্তব্য, ‘‘ওঁরা আসলে দুর্নীতির যুবরাজ। ওঁদের পরিবার দুর্নীতিগ্রস্ত পরিবার।’’
বস্তুত, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জমানায় উন্নয়নের চেয়েও মোদীর বক্তৃতায় বেশি গুরুত্ব পেয়েছে তার আগে লালুপ্রসাদ পরিবারের শাসনের ‘জঙ্গলরাজ’ প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘পাঁচটি ‘ক’-কে কেন্দ্র করে ওই ‘জঙ্গলরাজ’ প্রতিষ্ঠিত হয়েছিল— কট্টা (দেশি বন্দুক), ক্রুরতা, কটূক্তি, কুশাসন, এবং করাপশন (দুর্নীতি)।’’ ভোটের জন্য মোদীর মঞ্চে উঠে নাচের বিষয়ে রাহুলের মন্তব্যকেও বৃহস্পতিবার ছটপুজোর সঙ্গে ‘জুড়ে দিয়েছেন’ প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘ভোট চাইতে গিয়ে এই লোকেরা কতটা নীচে নামতে পারে তা দেখুন। এটি আসলে ছট উৎসবকে অপমান।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বৃহস্পতিবার লখীসরাইয়ে ভোটপ্রচার করতে গিয়ে রাহুল-তেজস্বীর বিরুদ্ধে ‘ছটীমাইয়া’কে অপমান করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘‘লোকসভার বিরোধী দলনেতা ছটীমাইয়ার পুজো করাকে নাটক বলেছেন! এর প্রতিশোধ নিতে হবে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য অনুধাবনের ক্ষমতা ওঁর নেই। ওঁর মায়েরও নেই।’’ সেই সঙ্গে সনিয়া গান্ধীকে নিশানা করে ভোটদাতাদের কাছে শাহের আর্জি, ‘‘ইভিএমের (বৈদ্যুতিন ভোটযন্ত্র) বোতামে এমন জোরে চাপ দেবেন, যাতে তার কাঁপুনি ইটালিতেও টের পাওয়া যায়।’’ কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মাকে অপমান করারও অভিযোগ তোলেন শাহ।