এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিদেশি মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল বেঙ্গালুরুর বিমানবন্দরে। অভিযুক্ত সেই বিমানবন্দরেরই কর্মী। চেকিংয়ের অছিলায় তিনি এক কোরিয়ান মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে বিমানবন্দরের অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবারের ওই ঘটনাটি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার সকালে। জানা যাচ্ছে ওই দিন বিমান ধরার জন্য বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোন ওই মহিলা। ওই সময়েই সিকিউরিটি চেকিংয়ের নামে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনার পরেই এফআইআর দায়ের করেন মহিলা।
পুলিশকে ওই মহিলা জানান, বিমানবন্দরের অভিযুক্ত কর্মী প্রথমে তাঁকে আটকান। মহিলাকে বলা হয়, তাঁর ব্যাগপত্র চেকিং করার সময়ে কিছু ‘বিপ’ শব্দ পাওয়া গিয়েছে। সেই কারণে মহিলার সঙ্গে কী কী জিনিসপত্র রয়েছে, তা নিয়ে সন্দেহ জেগেছে। এই বলে ওই মহিলাকে বিমানবন্দরের একটি শৌচালয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগপত্রে মহিলা জানান, সেখানেই চেকিংয়ের নামে তাঁকে খারাপ ভাবে স্পর্শ করা হয়েছে। অসৎ উদ্দেশ্যে বেশ কয়েক বার তাঁকে স্পর্শ করা হয় বলে পুলিশকে জানান মহিলা।
ঘটনার পর পরই বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের কাছে অভিযোগ জানান তিনি। স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় বিমানবন্দরের ওই অভিযুক্ত কর্মীকেও।