MS Dhoni and Irfan Pathan Controversy

ধোনির হাতে সেনার দস্তানা নিয়ে প্রশ্ন! হুক্কা-বিতর্কের পর ইরফানের আরও এক মন্তব্যে শোরগোল

মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে ইরফান পঠানের আরও এক মন্তব্য ভাইরাল হয়েছে। আবার জলঘোলা শুরু হয়েছে দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯
cricket

(বাঁ দিকে) মহেন্দ্র সিংহ ধোনির হাতে সেনার লোগো লাগানো সেই দস্তানা। ইরফান পঠান (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিতর্কের কেন্দ্রে মহেন্দ্র সিংহ ধোনি ও ইরফান পঠান। ধোনিকে নিয়ে ইরফানের আরও এক মন্তব্য ভাইরাল হয়েছে। আবার জলঘোলা শুরু হয়েছে দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে। দু’টি মন্তব্যই পুরনো। প্রথমটি দলে থাকার জন্য ইরফানের হুক্কা সেজে দেওয়ার প্রসঙ্গ। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে ধোনির হাতে সেনাবাহিনীর লোগো লাগানো দস্তানা নিয়ে ইরফানের মন্তব্যে আবার শোরগোল শুরু হয়েছে।

Advertisement

এ বার আলোচনায় ইরফানের ছ’বছর আগের একটি টুইট। সেখানে তিনি লেখেন, “লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনির সেনাবাহিনীর প্রতি ভালবাসার কথা আমরা সকলে জানি। আমরাও সেনাকে ভালবাসি। কিন্তু আইসিসির কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে চলতে হয়। একটা প্রশ্ন করতে চাই। যদি প্রতিপক্ষ দলের কোনও ক্রিকেটার তাদের সেনাবাহিনীর লোগো দেওয়া দস্তানা পরে খেলে তা হলে কি আমাদের ভাল লাগবে?”

ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদে রয়েছেন ধোনি। ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি সবুজ রঙের দস্তানা পরে খেলেছিলেন ধোনি। সেখানে প্যারা স্পেশ্যাল ফোর্সের ব্যাজের মতোই লোগো লাগানো ছিল। সেই ম্যাচের পর আইসিসি জানিয়ে দেয়, ওই লোগো লাগানো দস্তানা পরে ধোনি খেলতে পারবেন না। সেই দস্তানা নিয়েই প্রশ্ন করেছিলেন ইরফান। এত বছর পর তা আবার ভাইরাল হয়েছে।

প্রথমে ইরফানের পুরনো একটি সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয় সমাজমাধ্যমে। তাতে নাম না করে ভারতীয় দল থেকে বাদ পড়া নিয়ে ধোনিকে দুষেছিলেন ইরফান। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘কারও ঘরে গিয়ে হুক্কা সেজে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তেমন অভ্যাস আমার নেই। এখন আর এটা নিয়ে কথা বলার কোনও অর্থ হয় না। এক জন ক্রিকেটারের কাজ তার খেলায় মন দেওয়া। আমি সেটাই করতাম।’’ ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় অনেকে ধোনির হুক্কা টানার ছবি ট্যাগ করেছেন। ভারতীয় ক্রিকেট মহলে ধোনির হুক্কা টানার অভ্যাসের কথা সকলে জানেন। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, ইরফানের এই মন্তব্য ধোনির উদ্দেশেই। উল্লেখ্য, ২০০৮ সালে ভারতীয় দল থেকে বাদ পড়ার কারণ হিসাবেও ধোনিকে দায়ী করেছিলেন প্রাক্তন অলরাউন্ডার।

হুক্কা-বিতর্ক এখানে শেষ হয়নি। বুধবার সমাজমাধ্যমে মহম্মদ শামিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ইরফান। তাঁর সেই পোস্টে এক ক্রিকেটপ্রেমী হুক্কা-বিতর্ক খুঁচিয়ে দেন। তিনি লেখেন, ‘‘পঠান ভাই সেই হুক্কাটার কী হল?’’ জবাবে ইরফান তাঁকে লেখেন, ‘‘আমি আর ধোনি একসঙ্গে বসে খাব।’’

এখন আর বিতর্ক বাড়াতে চাইছেন না ইরফান। এত পুরনো ভিডিয়ো ভাইরাল হওয়ায় বিরক্ত তিনি। সমাজমাধ্যমে ভারতের প্রাক্তন অলরাউন্ডার লেখেন, “আধা দশক পুরনো ভিডিয়ো এখন ভাইরাল হচ্ছে। আমার কথা অন্য ভাবে সামনে আনা হচ্ছে। এটা কি সমর্থকেরা করছেন? না কি অন্য কোনও উদ্দেশ্য আছে?” কারণ যা-ই হোক না কেন, ক্রিকেট ছেড়ে দেওয়ার এত বছর পরেও ধোনি ও ইরফান ভারতীয় ক্রিকেটের আলোচনার কেন্দ্রে।

Advertisement
আরও পড়ুন