Pakistan Cricket

বিশ্বকাপের আগে বাবর-শাহিনকে দলে ফেরাল পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে নেতৃত্বে সলমন

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলে বাবর আজ়ম এবং শাহিন আফ্রিদিকে রাখেনি পাকিস্তান। বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তাঁরা। সেখানে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি কেউই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৮:২৮
picture of cricket

(বাঁ দিকে) বাবর আজ়ম এবং শাহিন আফ্রিদি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিগ ব্যাশ লিগের মাঝ পথে দেশে ফিরে এসেছেন বাবর আজ়ম। চোট সারিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত শাহিন আফ্রিদিও। দুই সিনিয়র ক্রিকেটারকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের দলে রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজ়ের দলে তাঁরা ছিলেন না।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ় খেলবে পাকিস্তান। যদিও বিশ্বকাপের দল এখনও ঘোষণা করেনি পাকিস্তান। চূড়ান্ত দল ঘোষণার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৯ জানুয়ারি এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৩১ জানুয়ারি। এই দু’টি ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে সম্ভবত দল ঘোষণা করবে পাকিস্তান। সিরিজ়ের তৃতীয় ম্যাচ ২ ফেব্রুয়ারি। সব ম্যাচই হবে লাহোরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল খেলাতে চাইছে পিসিবি। সে জন্য ১৬ জনের দল নির্বাচন করা হয়েছে। বিশ্বকাপের পরিকল্পনা, রণকৌশল এই সিরিজ়েই চূড়ান্ত করে নেবে পাক শিবির।

অস্ট্রেলিয়ার বিবিএলে সিডনি সিক্সার্সের হয়ে নিয়মিত খেলেছেন বাবর। তবে প্রত্যাশা মতো রান করতে পারেননি। তাঁর বিরুদ্ধে একাধিক ম্যাচে মন্থর ব্যাটিংয়ের অভিযোগ উঠেছে। অন্য দিকে, ব্রিসবেন হিটের হয়ে চারটি ম্যাচ খেলার পর হাঁটুতে চোট পান শাহিন। গত ডিসেম্বরের শেষে তাঁকে পাকিস্তানে ফিরিয়ে এনেছিল পিসিবি। চোট সারিয়ে তিনি মাঠে নামার জন্য তৈরি। তিনিও বিবিএলে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি। বিশ্বকাপের আগে দুই সিনিয়র ক্রিকেটারকে দেখে নিতে চান পাকিস্তানের নির্বাচকেরা।

পাকিস্তান দল: সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, বাবর আজ়ম, ফখর জামান, খাওয়াজা মহম্মদ নাফাই, মহম্মদ নওয়াজ়, মহম্মদ সলমন মির্জা, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজ়াদা ফারহান, সাইম আয়ুব, শাহিন আফ্রিদি, শাদাব খান, উসমান খান এবং উসমান তারিক।

Advertisement
আরও পড়ুন