Bharat Arun joins LSG

শাহরুখের কলকাতা ছাড়তেই লুফে নিল গোয়েন্‌কার লখনউ, দু’বছরের জন্য কাকে সই করাল এলএসজি?

কলকাতা নাইট রাইডার্স ছাড়তেই তাদের বোলিং কোচকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েন্‌কার দল দু’বছরের জন্য সই করাল তাঁকে। এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি কোনও তরফেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৪:৪৩
cricket

(বাঁ দিকে) শাহরুখ খান। সঞ্জীব গোয়েন্‌কা (ডান দিকে)। — ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্স ছাড়তেই ভরত অরুণকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েন্‌কার দল দু’বছরের জন্য বোলিং কোচ হিসাবে সই করাল অরুণকে। এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি কোনও তরফেই। তবে ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইট এমনই দাবি করেছে।

Advertisement

২০২২-এ কেকেআরে যোগ দিয়েছিলেন অরুণ। চার বছর শাহরুখ খানের দলে কাটানোর পর তিনি যোগ দিচ্ছেন লখনউয়ে। ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে অনেক বোলারকে তুলে আনার কৃতিত্ব রয়েছে অরুণের। তবে কেকেআরের কোচ হিসাবে ২০২৪-এ ট্রফি জেতা ছাড়া বিশেষ কোনও কৃতিত্ব নেই। তাঁর আমলে অন্তত দু’টি মরসুমে বার বার কেকেআর বোলারদের পারফরম্যান্স সমালোচিত হয়েছে।

লখনউয়ের বোলারদের সঙ্গে সারা বছর ধরে কাজ করবেন অরুণ। তবে মেন্টর হিসাবে জ়াহির খানকে হয়তো আর দেখা যাবে না। তিনি এক বছর চুক্তি করেছিলেন। এ বছর নতুন চুক্তিতে সই করার কথা ছিল। তা সম্ভবত হচ্ছে না। বিদায় নিতে পারেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও।

মঙ্গলবারই চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের খবর জানিয়েছে কেকেআর। অরুণের বিদায়ের পর আপাতত দু’টি শূন্যস্থান তৈরি হয়েছে কোচিং স্টাফে। এই দুই শূন্যস্থান পূরণ করার আগে অনেক কিছু বিবেচনা করে দেখা হবে বলে দাবি সূত্রের।

দলের বোলিং বিভাগের খেয়াল রাখছিলেন মেন্টর ডোয়েন ব্র্যাভো। কেকেআর ম্যানেজমেন্টের আশঙ্কা, দলে পরামর্শ দেওয়ার একাধিক লোক থাকলে হিতে বিপরীত হতে পারে। তাই অরুণের সঙ্গে মৌখিক ভাবে বিচ্ছেদ করা হয়েছে। তা ছাড়া, পেশাদারি উন্নতির জন্য কেউ দল ছাড়তে চাইলে তাঁকে আটকায় না কেকেআর। অরুণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন