Prithvi Shaw

প্রত‍্যাবর্তনের পথে এক পা এগোলেন পৃথ্বী, ভারতের ‘বিশৃঙ্খল’ ক্রিকেটার নেতৃত্ব দেবেন রাজ‍্য দলকে

মনে করা হয়, পৃথ্বীর যা প্রতিভা, তিনি যদি একটু শৃঙ্খলা মেনে চলতেন, অনেক দূর যেতে পারতেন। রাজ‍্য দলের নেতৃত্ব তাঁকে নতুন করে সুযোগ করে দিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২২:৩৯
পৃথ্বী শ।

পৃথ্বী শ। — ফাইল চিত্র।

ক্রিকেটের মূল স্রোতে ফেরার দিকে আরও এক ধাপ এগোলেন পৃথ্বী শ। রাজ‍্য দলের নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই ‘বিশৃঙ্খল’ ক্রিকেটার।

Advertisement

‘স্পোর্টস্টার’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ভারতের এক দিনের দলে ডাক পাওয়ায় পৃথ্বী সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্র রাজ্য দলকে নেতৃত্ব দেবেন।

যদিও মহারাষ্ট্র তাদের দলে কোনও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি, তবে দলের ম্যানেজমেন্ট ইতিমধ্যেই পৃথ্বীর সঙ্গে কথা বলেছে এবং প্রয়োজনে দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে প্রস্তুত থাকতে বলেছে। সোমবার আনুষ্ঠানিক ভাবে পৃথ্বীর নাম অধিনায়ক হিসেবে ঘোষিত হওয়ার কথা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের এক দিনের সিরিজে রুতুরাজ ভারতীয় দলে জায়গা পেয়েছেন। প্রায় দু’বছর পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন হয়েছে।

এর ফলে পৃথ্বীকে মহারাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিল। এই বছরই তিনি মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে এসেছেন। আইপিএল নিলামের (ডিসেম্বরে হবে) আগে পৃথ্বীর কাছে নেতৃত্ব দেওয়ার চেয়ে ভাল সুযোগ আর হতে পারে না। অতীতে বার বার বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে পৃথ্বীর বিরুদ্ধে। মনে করা হয়, তাঁর যা প্রতিভা, তিনি যদি একটু শৃঙ্খলা মেনে চলতেন, অনেক দূর যেতে পারতেন। রাজ‍্য দলের নেতৃত্ব তাঁকে নতুন করে সুযোগ করে দিল।

মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা বুধবার, ২৬ নভেম্বর থেকে শুরু হবে এবং মহারাষ্ট্রের প্রথম ম্যাচটি শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন