IPL 2025

আইপিএলে বেঙ্কটেশকে ভুল জায়গায় খেলাচ্ছে কেকেআর, মত কুম্বলের

বেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সে ভাবে খেলতেই পারছেন না তিনি। অনিল কুম্বলে মনে করেন বেঙ্কটেশের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া উচিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:৩৬
Venkatesh Iyer

বেঙ্কটেশ আয়ার। —ফাইল চিত্র।

এ বারের আইপিএলে নজর কাড়তে পারছেন না বেঙ্কটেশ আয়ার। তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সে ভাবে খেলতেই পারছেন না বেঙ্কটেশ। অনিল কুম্বলে মনে করেন বেঙ্কটেশের ব্যাটিং অর্ডার বদলে দেওয়া উচিত।

Advertisement

বেঙ্কটেশ এখনও পর্যন্ত নটি ম্যাচে ১৩৫ রান করেছেন। তাঁর গড় ২২.৫০। স্ট্রাইক রেট ১৩৯.১৭। কুম্বলে বলেন, “কলকাতার কাছে সুযোগ ছিল শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে বেঙ্কটেশকে একটু উপরের দিকে ব্যাট করতে পাঠানোর। সুনীল নারাইনের সঙ্গে ওপেন করতে পারত বেঙ্কটেশ। রহমানুল্লা গুরবাজ়কে বসাতে পারত। কিন্তু ওরা রমনদীপ সিংহকে বসিয়ে দেয়। সেই জায়গায় লভনিত সিসোদিয়াকে খেলাতে পারত। খারাপ উইকেটরক্ষক নয় ও। আর চেতন সাকারিয়ার বদলে খেলাতে পারত পেসার এনরিখ নোখিয়াকে।”

বেঙ্কটেশের রান না পাওয়ার কারণও খুঁজে বার করেছেন কুম্বলে। তিনি বলেন, “বেঙ্কটেশের ব্যাটে গতিতে বল আসা প্রয়োজন। পাওয়ার প্লে-তে ছ’ওভার পাওয়া যায়। সেই সময় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে ও। বড় শট খেলার সুযোগ থাকে। সেটা ও আগে করে দেখিয়েছে। দুবাইয়ে এই ভাবে খেলতে দেখা গিয়েছিল ওকে।”

এই মরসুমে মিডল অর্ডারে খেলানো হচ্ছে বেঙ্কটেশকে। মাত্র দু’বার ৪০ রানের গণ্ডি পার করেছেন তিনি। ২০২১ সালে ব্যাট হাতে নজর কেড়েছিলেন বেঙ্কটেশ। ১১ ইনিংসে ৩৭০ রান করেছিলেন। এ বারে সেই ফর্মের ধারেকাছেও নেই তিনি।

Advertisement
আরও পড়ুন