India vs Australia 2025

ব্যাটিংকে দুষেও দুই সতীর্থের প্রশংসা সূর্যের মুখে, জানিয়ে দিলেন তৃতীয় ম্যাচের পরিকল্পনাও

অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ়ে পিছিয়ে পড়ে হতাশ সূর্যকুমার যাদব। কারণ হিসাবে ব্যাটিং ব্যর্থতার কথা মেনে নিলেন অধিনায়ক। বোলারদের দোষ দিতে চাননি তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:০১
picture of SuryaKumar Yadav

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে ব্যাটিংকে দুষলেন সুর্যকুমার যাদব। ভারত অধিনায়ক মেনে নিলেন, এমন ব্যাটিং হলে জয়ের আশা করা যায় না। তবে দুই সতীর্থের আলাদা করে প্রশংসা করেছেন সূর্য।

Advertisement

মেলবোর্নের ২২ গজে ব্যাটিং বিপর্যয় ভারতের। ৪.৫ ওভারের মধ্যে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। সূর্য ছাড়াও আউট হয়ে যান শুভমন গিল, সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। ম্যাচের পর হারের কারণ হিসাবে এই বিপর্যয়ের কথাই বলেছেন ভারতীয় দলের অধিনায়ক। সূর্য বলেছেন, ‘‘পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট পড়ে গেলে ম্যাচে ফিরে আসা খুব কঠিন। আমাদের সেটাই হয়েছে। অস্ট্রেলিয়া ওই সময় খুব ভাল বল করছিল।’’ তার মধ্যেও অভিষেক শর্মার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সূর্য। তিনি বলেছেন, ‘‘অভিষেক দুর্দান্ত প্রতিভা। বেশ কিছু দিন ধরেই আমাদের হয়ে এমন ব্যাটিং করছে। ও নিজের শক্তি-দুর্বলতা জানে। এই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য অভিষেক পরিচিত। আশা করব, ও এমন ইনিংস আরও খেলবে। আমরা লাভবান হব।’’

সূর্য মেনে নিয়েছেন, লড়াই করার মতো যথেষ্ট পুঁজি বোলারদের হাতে ছিল না। তার মধ্যে জসপ্রীত বুমরাহের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়কের মুখে। সুর্য হাসতে হাসতে বলেছেন, ‘‘আমাদের হাতে বেশি রান ছিল না। তবু শেষ দিকে বুমরাহের জন্য অস্ট্রেলিয়াকে একটু হলেও চাপে ফেলতে পেরেছি আমরা। দারুণ বল করল।’’

তৃতীয় ম্যাচের পরিকল্পনাতেও সূর্য ব্যাটিংয়ের কথা বলেছেন। প্রথম ম্যাচের উদাহরণ দিয়ে বলেছেন, ‘‘প্রথম ম্যাচে আমরা যে ভাবে শুরু করেছিলাম, সে ভাবেই খেলতে হবে। প্রথম ব্যাট করলেও ভাল করতে হবে। রান তাড়া করতে হলেও ভাল ব্যাট করতে হবে।’’ সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল। পাঁচ ম্যাচের সিরিজ়ে ফিরে আসার সুযোগ রয়েছে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের।

Advertisement
আরও পড়ুন