ICC Champions Trophy 2025

রবিবার রাতের চ্যাম্পিয়ন দলই সোমবার সকালে ‘ছন্নছাড়া’! একসঙ্গে দেশে ফিরছেন না রোহিত-কোহলিরা, কেন?

ভারতীয় দলের ক্রিকেটারেরা নিজেদের সুবিধামতো বিমান ধরছেন দুবাই থেকে। একসঙ্গে দেশে ফিরছেন না চ্যাম্পিয়নেরা। কোচ গৌতম গম্ভীরও আলাদা দিল্লি ফিরছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৭:০৩
picture of Rohit Sharma and Virat Kohli

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার)।

চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান সফল। এ বার ঘরে ফেরার পালা রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ভারতীয় দলের ক্রিকেটারেরা এক বিমানে দেশে ফিরছেন না দুবাই থেকে। সকলে আলাদা আলাদা নিজের মতো করে দেশে ফিরছেন। ক্রিকেটারদের সঙ্গে ফিরছেন না কোচ গৌতম গম্ভীরও।

Advertisement

সামনেই আইপিএল। ঠাসা ক্রিকেটসূচি। ভারতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ তেমন নেই। দেশে ফিরেই যোগ দিতে হবে আইপিএলের প্রস্তুতিতে। তাই দুবাই থেকে সরাসরি নিজেদের বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত, কোহলিরা। পরিবারের সঙ্গে দু’-তিন দিন কাটিয়ে যে যার আইপিএল দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন। দুবাই থেকে ভারতীয় দলের সদস্যেরা দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে ফিরছেন নিজেদের সুবিধামতো। বলা যায়, রবিবার রাতে দল হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরের দিনই ‘ছন্নছাড়া’ ভারতীয় দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে দেশে ফিরেছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। দেশে ফিরে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ক্রিকেটারেরা। দিল্লি থেকে বিশেষ বিমানে মুম্বই যায় দল। ট্রফি নিয়ে বাসে মুম্বই পরিক্রমা করেছিলেন রোহিত, কোহলিরা। পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বজয়ীদের সংবর্ধনা দেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এ বার তেমন কিছুই হচ্ছে না। মহিলাদের আইপিএলের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান করা সম্ভব নয়। তা ছাড়া, আইপিএলের আগে হাতে তেমন সময় না থাকায় ক্রিকেটারেরাও কয়েকটা দিন বিশ্রাম নিতে এবং পরিবারের সঙ্গে কাটাতে চান। তাই দুবাই থেকে যে যার শহরে ফিরছেন। কোচ গম্ভীরও সোমবার বিকালে দিল্লিতে ফিরছেন।

Advertisement
আরও পড়ুন