India vs England 2025

বার্মিংহামের রাস্তায় সন্দেহজনক প‍্যাকেট, নিরাপত্তার বেড়াজালে এক ঘণ্টা হোটেলবন্দি শুভমনেরা

এজবাস্টনে বুধবার থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগের দিন, মঙ্গলবার হঠাৎই ভারতীয় দলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল। বার্মিংহামের রাস্তায় একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেই এই সিদ্ধান্ত নেয় স্থানীয় পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১০:২৫
cricket

ভারত অধিনায়ক শুভমন গিল। ছবি: পিটিআই।

এজবাস্টনে বুধবার থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগের দিন, মঙ্গলবার হঠাৎই ভারতীয় দলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল। বার্মিংহামের রাস্তায় একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেই এই সিদ্ধান্ত নেয় স্থানীয় পুলিশ। ক্রিকেটারদের থাকতে বলা হয়েছিল হোটেলের ঘরেই। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

মঙ্গলবার এজবাস্টনে ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। হোটেলে ফেরার সময় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় দলের। ক্রিকেটারদের সে কথা জানানোও হয়। নিরাপত্তারক্ষী এবং স্থানীয় পুলিশ ভারতের বাস ঘিরে রেখে হোটেলে ফিরিয়ে নিয়ে যায়। কিছু ক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বার্মিংহাম সিটি সেন্টার পুলিশ সমাজমাধ্যমে জানিয়েছে, সেন্টেনারি স্কোয়্যার ঘিরে দেওয়া হয়েছিল। সেখানে একটি প্যাকেট পড়ে থাকতে দেখা গিয়েছিল। প্যাকেটে বিস্ফোরক থাকতে পারে ভেবে সেই জায়গাটি ঘিরে ফেলা হয়েছিল। কাউকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দুপুর ৩টে নাগাদ ঘটনাটি হয়। আশপাশের বেশ কয়েকটি আবাসনের বাসিন্দাদের বাড়ি থেকে বার করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্যাকেটটি পরীক্ষা করছে বম্ব স্কোয়াড।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বার্মিংহাম পুলিশের এই পোস্টের পর ক্রিকেটারদের ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছিল। অবসর সময়ে সাধারণত হোটেলের আশপাশে ঘুরতে দেখা যায় ক্রিকেটারদের। বার্মিংহামে গিয়ে অর্শদীপদের দেখা গিয়েছিল স্থানীয় ব্রড স্ট্রিটে সময় কাটাতে।

মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব এবং সাপোর্ট স্টাফের সদস্যেরা।

দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে ভারতের অধিনায়ক শুভমন ম্যাচের আগের দিন বলেছিলেন, ‘‘জসপ্রীত বুমরাহকে পাওয়া যাবে। আমরা সঠিক বোলিং আক্রমণ বেছে নেওয়ার চেষ্টা করছি, যাতে বিপক্ষের ২০টি উইকেট নেওয়া যায় এবং কিছু রানও হয়। অনুশীলনের পর পিচ দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ প্রথম একাদশে কারা থাকবেন, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি শুভমন। বুমরাহ খেলবেন কি না, তা-ও সরাসরি বলেননি।

Advertisement
আরও পড়ুন